promotional_ad

১১ মাস প্রতীক্ষার পর লায়নের ৪০০

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লঙ্কানদের গুঁড়িয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয়

১ ফেব্রুয়ারি ২৫
ম্যাচ জয়ের পর অস্ট্রেলিয়া দল, এসএলসি

দীর্ঘ ১১ মাসের প্রতীক্ষার অবসান হলো নাথান লায়নের। ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ান এই স্পিনার স্পর্শ করলেন বহু আকাঙ্ক্ষিত ৪০০ উইকেটের মাইলফলক। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার ও দ্বিতীয় স্পিনার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন লায়ন।


গ্যাবায় ইংল্যান্ডের প্রথম ইনিংসে উইকেটশুন্য থাকলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯ রান খরচায় চার উইকেট নেন লায়ন। টেস্ট ক্যারিয়ারে তার মোট উইকেট সংখ্যা এখন ৪০৩টি।


promotional_ad

চলতি বছরের শুরুর দিকে টেস্ট ক্যারিয়ারের ৩৯৯তম উইকেটটি নেন লায়ন। ভারতের বিপক্ষে এই গ্যাবার মাটিতেই সেই উইকেটটি নিয়েছিলেন তিনি। ভারতের বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ছিলেন তার সর্বশেষ শিকার।


ভারতের বিপক্ষে সেই ম্যাচে তিন উইকেট নিয়েও দলের হার এড়াতে পারেননি লায়ন। যদিও চারশ উইকেট অর্জনের ম্যাচটিতে ঠিকই দল জিতিয়েছেন এই অফস্পিনার।


ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনে ভালোই প্রতিরোধ গড়েছিলেন ড??ভিড মালান ও জো রুট। তবে চতুর্থ দিন সকালে দুজনের ১৬২ রানের জুটি ভাঙেন লায়ন। ৮২ রানে মালানকে ফিরিয়েই চারশ'র সংক্ষিপ্ত ক্লাবে ঢুকে পড়েন তিনি।


প্রথম ইনিংসে ১৪৭ ও দ্বিতীয় ইনিংসে ২৯৭ রানে অলআউট হওয়া ইংল্যান্ড ম্যাচটি হেরেছে নয় উইকেটে। ট্রাভিস হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করে ৪২৫, দ্বিতীয় ইনিংসে করে এক উইকেটে ২০ রান।


অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন কিংবদন্তি শেন ওয়ার্ন (৭০৮টি)। এরপর আছেন দেশটির আরেক কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা (৫৬৩ টি)। এরপরই আছেন লায়ন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball