promotional_ad

শীর্ষস্থান হারালেন বাবর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগোলেন তানজিদ

২১ মে ২৫
র‍্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে গেছেন তানজিদ হাসান তামিম, ফাইল ফটো

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টির ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন বাবর আজম। তাকে টপকে শীর্ষে উঠে এসেছেন ডেভিড মালান। ৮০৫ রেটিং পয়েন্ট নিয়ে এখন সবার উপরে আছেন ইংলিশ ব্যাটার মালান। আর ৭৯৬ রেটিং নিয়ে দুই নম্বরে নেমে এসেছে বাবর।


পাকিস্তানি ব্যাটার হায়দার আলী ৮৬ ধাপ উন্নতি করে ৯৮তম স্থানে আছেন। তিনি ক্যারিবীয়দের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে ৬৮ ও ৩১ রানের ইনিংস খেলে তিনি এই অবস্থানে উঠে এসেছেন। বোলারদের মধ্যে শাদাব খান শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। ৫ ধাপ উন্নতি করে তিনি আছেন ৯ নম্বরে।


promotional_ad

আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন মার্নাস ল্যাবুশেন ও ট্রাভিস হেড। অ্যাশেজের প্রথম টেস্টে দারুণ খেলার সুবাদে র‍্যাঙ্কিংয়ে দুজন সুখবর পেয়েছেন। ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রানের সুবাদে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ উন্নতি করেছেন ল্যাবুশেন। তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।


আরো পড়ুন

আরব আমিরাতের বিপক্ষে বাড়তি একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

১৯ মে ২৫
সুইপ খেলার পথে পারভেজ হোসেন ইমন

আগের মতই শীর্ষ স্থান ধরে রেখেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। এদিকে হেড ১৫২ রানের ইনিংস খেলে ১৬ ধাপ উন্নতি করে ১০ নম্বরে অবস্থান করছেন। উন্নতি করেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নারও। তিনি তিন ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন। ইংলিশ ব্যাটার ডেভিড মালান ১৮ ধাপ এগিয়ে ৭৭ নম্বরে রয়েছেন।


এদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন দুই ইংলিশ পেসার অলি রবিনসন ও মার্ক উড। ৪ ধাপ এগিয়ে ৩১তম স্থানে রবিনসন। আর দুই ধাপ এগিয়ে ৫০তম স্থানে উড। বাংলাদেশের বিপক্ষে দারুণ খেলে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়েছেন পাকিস্তানি স্পিনার সাজিদ আলী।


শেষ টেস্টে ১২ উইকেট নিয়ে তিনি ৫২ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৪৯তম স্থানে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সাকিব আল হাসান। তিনি ৮ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন। তিনি পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে ৩৩ ও ৬৩ রানের ইনিংস খেলেছিলেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball