promotional_ad

বাবর একুশ শতকে রাজত্ব করবে: ওয়াসিম আকরাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান

২১ মে ২৫
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান (বাম থেকে), ফাইল ফটো

বাইশ গজে ব্যাট হাতে দারুণ সময় পার করছেন বাবর আজম। ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের শাসন করার সঙ্গে নেতৃত্ব গুনেও দলকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। নতুন সব রেকর্ড করে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। একুশ শতকে বিশ্ব ক্রিকেটে বাবর আজম রাজত্ব করবেন বলে মনে করেন ওয়াসিম আকরাম। 


পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলেন বাবর। যেখানে গেল কয়েক বছর ইমাদ ওয়াসিম অধিনায়কত্ব করলেও এবারের আসরে নেতৃত্ব পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক। সর্বশেষ তিন বছর ধরে দলটির কোচিং প্যানেলে রয়েছেন আকরাম।


promotional_ad

যে কারণে বাবরকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাবেক এই পেসার। বাবরের কাজের প্রক্রিয়াতে বেশ খুশি কিং অব সুলতান খ্যাত সাবেক এই পেসার। সেই সঙ্গে আকরাম জানিয়েছেন, সে মনোযোগী এবং কখনই অল্পতেই সন্তুষ্ট থাকেন না।


আরো পড়ুন

‘দুবাইয়ের বাইরে খেললেও ভারত চ্যাম্পিয়ন হতো’, একই মত গাভাস্কার-আকরামদের

১২ মার্চ ২৫
শিরোপা হাতে ভারতের উল্লাস, ফাইল ফটো

এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘সে সঠিক পথ অনুসরণ করে ধাপে ধাপে উঠে এসেছে। আমি গত তিন বছর ধরে করাচি কিংসেও তার সঙ্গে কাজ করেছি। আমি তার কাজের নীতি পছন্দ করি, সে মনোযোগী এবং সে তার পারফরম্যান্স নিয়ে কখনোই সন্তুষ্ট নয়। এটি একজন ভালো নেতার বৈশিষ্ট্য। আমি তখনই জানতাম, এই ছেলেটি তার কাজের নীতি, তার প্রতিভা দিয়ে অবশ্যই পারফর্ম করবে এবং ধারাবাহিক হবে।’


লম্বা সময় ধরেই ক্রিকেটে রাজত্ব করছেন বিরাট কোহলি, জো রুট, স্টিভেন স্মিথ এবং কেন উইলিয়ামসনরা। সাম্প্রতিক পারফরম্যান্সে বাবরকেও তাদের তালিকায় ধরা হয়েছে থাকে। এদিকে আকরাম মনে করেন, বাবর এবং কোহলি একই সঙ্গে রয়েছেন। 


এদিকে পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটারদের তালিকা করতে গেলে সবার আগে নাম আসবে জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালিক, ইনজামাম-উল-হক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফদের। এরপর পাকিস্তানের আর কারও নাম আসলে সেটা বাবর বলে মনে করেন তিনি।


আকরাম বলেন, ‘এখন সে এখন ‘ফ্যাব ফোর’ এর অংশ। (বিরাট) কোহলি, (ডেভিড) ওয়ার্নার, (জো) রুট এবং বাবর আজম এখন শীর্ষে উঠে আসছে। কোহলি বাবরের সঙ্গে আছেন। আপনি যদি পাকিস্তানের ব্যাটিং নিয়ে কথা বলেন, আপনি জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালিক, ইনজামাম-উল-হক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফদের কথা বলবেন এবং তারপরেই এখন বলতে হবে বাবর আজমের নাম।একুশ শতকে রাজত্ব করবে বাবর আজম এবং ক্রিকেট বিশ্বকে দেওয়ার তার মধ্যে আরও অনেক কিছু আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball