promotional_ad

হৃদরোগে আক্রান্ত আবিদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ম্যাচ চলাকালীন বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের ব্যাটার আবিদ আলী। কায়েদ ই আজম ট্রফির ফাইনাল রাউন্ড চলাকালীন বুকে ব্যথা অনুভব করেন তিনি।


সেই সময় সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলা আবিদ ৬১ রান নিয়ে ব্যাট করছিলেন। পাকিস্তানের এই ব্যাটারকে হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেন্ট্রাল পাঞ্জাবের ম্যানেজার আশরাফ আলী।


promotional_ad

আবিদ আলীর স্বাস্থ্যের অবস্থা এখনও নিশ্চিত করে কিছু বলতে না পারলেও দলের ম্যানেজার বলেছেন, ‘এখনই কিছু বলা যাচ্ছে না। চেকআপের পর তার আসল পরিস্থিতি সম্পর্কে বলা যাবে।’


যদিও হাসপাতালে নেয়ার পর বেশ কয়েকটি পরীক্ষা করা হয়। রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায়, আবিদ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ অ্যাকিউট করোনারি সিনড্রোমে ভুগছেন ডানহাতি এই ওপেনার।


করাচির ইউবিএল ক্রিকেট গ্রাউন্ডে খাইবার পাখতুনখাওয়ার বিপক্ষে ৬১ রানের এই ইনিংস খেলার পথেই প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ডানহাতি এই ব্যাটার।


কায়েদ ই আজম ট্রফিতে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন আবিদ। এরই মধ্যে ৬ ম্যাচে ১০ ইনিংসে ৭৬৬ রান করেছেন ৯৫.৭৫ গড়ে। এর মধ্যে তিনটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।


সাদা পোশাকে পাকিস্তান দলের নিয়মিত সদস্য আবিদ। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচে ২৬৩ রান করেছিলেন তিনি। এর মধ্যে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball