সিডনি সিক্সার্সে খেলবেন শাদাব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বারবার শ্বশুরকে টানায় বিরক্ত শাদাব
১১ এপ্রিল ২৫
বিগ ব্যাশের এবারের মৌসুমের জন্য শাদাব খানকে দলে ভিড়িয়েছে সিডনি সিক্সার্স। পাকিস্তানের লেগ স্পিনারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে দুইবারের শিরোপা জয়ীরা।
ঘাড়ের ইনজুরির কারণে বিগ ব্যাশের এবারের আসরের পরবর্তী ম্যাচগুলো খেলা হচ্ছে না অফ স্পিনার বেন মেনেটির। এদিকে কাফ ইনজুরিতে সাইড বেঞ্চে বসে থাকতে হচ্ছে স্টিভ ও’কেফিকে। যে কারণে বিপাকে পড়তে হচ্ছে দলটি।

স্পিন বিভাগের শক্তি বাড়াতেই শাদাবের সঙ্গে চুক্তি করেছে তারা। সিক্সার্সের পরবর্তী সবগুলো ম্যাচেই দেখা যাবে পাকিস্তানের এই লেগ স্পিনারকে।
হোবার্ট হারিকেন্সের হয়েই জিএসএলে খেলতে চান রিশাদ
১৮ এপ্রিল ২৫
বিগ ব্যাশের এবারের আসরে পঞ্চম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন শাদাব। এর আগে মেলবোর্ন স্টারসের হয়ে হারিস রউফ, আহমেদ দানিয়াল, সৈয়দ ফারিদুন এবং সিডনি থান্ডার্সের জার্সিতে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হাসনাইন।
বিগ ব্যাশের সপ্তম আসরে ব্রিসবেন হিটের জার্সিতে খেলেছিলেন শাদাব। যেখানে তিন ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার। এ ছাড়া ব্যাট হাতেও অবদান রেখেছিলেন তিনি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলবেন শাদাব। পিএসএল শুরুর আগে নিজেকে প্রস্তুত করতেই বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছেন তিনি।