promotional_ad

শীঘ্রই টেস্ট অভিষেক হচ্ছে সোয়াপসনের, ইঙ্গিত বেইলির

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে মিচেল সোয়াপসনের। আগামী সপ্তাহে সিডনি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হতে পারে এই লেগ স্পিনারের।


চলমান অ্যাশেজে দুর্দান্ত পারফর্ম করছে অস্ট্রেলিয়া। ইতোমধ্যেই সিরিজের প্রথম তিন টেস্ট জিতে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তাই আগামী টেস্টে সোয়াপসনের মতো তরুণ প্রভিভাবাকে অস্ট্রেলিয়া একাদশে দেখা যেতে পারে।


promotional_ad

অস্ট্রেলিয়ার জার্সিতে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ম্যাচ খেলেছেন সোয়াপসন। যেখানে ইতোমধ্যেই তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এই লেগ স্পিনারের পারফরম্যান্সে মুগ্ধ জর্জ বেইলি।


অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক বলেন,'যদি শর্তগুলো মানানসই হয়, তাহলে আমরা সোয়াপসনকে একটি সুযোগ দিতে চাই। এসসিজিতেই হোক বা ভবিষ্যতে কোথাও হোক, তবে তার অভিষেক হচ্ছে এতে কোনো সন্দেহ নেই। সে প্রস্তুত আছে।'


২০১৮ সালে বামিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন সোয়াপসন। এই লেগ স্পিনার এখনও পর্যন্ত ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে শিকার করেছেন ১১ উইকেট। আর ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৪৯ ম্যাচে ১৫৩ উইকেট শিকার করেছেন তিনি।


বেইলি বলেন, 'আমরা তাকে দলের সঙ্গে দেখতে চাই। তার পারফরম্যান্সের উন্নতি হচ্ছে। সে একজন দুর্দান্ত তরুণ নেতা। তার সুযোগ পাওয়ার জন্য এর থেকে আর বেশি কিছুর দরকার নেই। তবে পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball