promotional_ad

পাকিস্তানের পাওয়ার হিটিং কোচ হওয়ার প্রস্তাব পাননি আফ্রিদি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত সপ্তাহে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল, পাকিস্তান দলের কোচিং প্যানেলে যুক্ত করা হবে পাওয়ার হিটিং কোচ। পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল এই পদে পিসিবির পছন্দের তালিকায় আছেন শহীদ আফ্রিদি।


যদিও পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার জানালেন, এখনও পর্যন্ত এ ব্যাপারে তার সঙ্গে কোনো আলোচনা  করেনি পিসিবি। প্রস্তাব পেলে তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করবে।


promotional_ad

আফ্রিদি বলেন, 'পাওয়ার হিটিং কোচের পদের জন্য কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। যদি পরবর্তীতে কেউ এ ব্যাপারে আমার সঙ্গে আলোচনা করে তাহলে আমি আপনাদের জানাবো।'


রমিজ রাজা পিসিবির সভাপতি হওয়ার পরই দেশটির ক্রিকেটে লেগেছে পরিবর্তনের হাওয়া। পাকিস্তানের ক্রিকেটের উন্নয়নে কঠিন সব সিদ্ধান্ত নিতেও পিছ পা হচ্ছেন না তিনি।


এরই মধ্যে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের দক্ষতা বাড়াতে বিশেষজ্ঞ পাওয়ার হিটিং কোচ নিয়োগ দেয়ার ভাবনায় আছেন রমিজ। এমনকি হাই পারফরম্যান্স ইউনিটের জন্যও বেশ কয়েকজন কোচ নিয়োগ করতে চাইছেন তিনি।


এদিকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন আফ্রিদি। খুব সম্ভবত এটাই তার ক্যারিয়ারের শেষ পিএসএল। এই ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বে থাকবেন সরফরাজ খান। তবে মাঠের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অধিনায়ককে সর্বোচ্চ সহযোগিতা করবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। 


আফ্রিদি বলেন, 'আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করব। সে মাঠে অনেক বেশি অবেগী হয়ে পড়ে। আমি তাকে স্বাভাবিক রাখতে চেষ্টা করব এবং মাঠে সাহায্য করব। সে দুর্দান্ত খেলছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball