promotional_ad

অস্ট্রেলিয়ার দায়িত্ব নিচ্ছেন একজন ইংলিশ!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

৫ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

চলতি বছরের জুনে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে চুক্তি শেষ হচ্ছে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারের। তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী নয় সিএ। অস্ট্রেলিয়ার জনপ্রিয় জনপ্রিয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের সাবেক কোচ ট্রেভর বেলিসকে নতুন কোচ বানাতে চায় সিএ।


কোচ হিসেবে দারুণ সব সাফল্য এনে দিয়েছেন ল্যাঙ্গার। ২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ডের পর অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব ছাড়েন ড্যারেন লেহম্যান। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দলটির দায়িত্ব নিয়ে একের পর এক সাফল্য এনে দিতে থাকেন ল্যাঙ্গার।


২০১৯ সালের বিশ্বকাপে অবশ্য তিনি দলকে শিরোপা এনে দিতে পারেননি। কিন্তু সেই বছরই ইংল্যান্ডের দুর্গে গিয়ে অ্যাশেজ ধরে রাখে অস্ট্রেলিয়া। এরপর ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ল্যাঙ্গারের অধীনেই শিরোপা জেতে অস্ট্রেলিয়া।


promotional_ad

চলমান অ্যাশেজে এরই মাঝে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ক্রিকেটকে সব সংস্করণে দুহাত ভরে সাফল্য এনে দিয়েছেন ল্যাঙ্গার। তবুও সিএ'র ভাবনায় আছেন বেলিস।


দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে জানা গেছে, কোচ হিসেবে খুবই আক্রমণাত্মক মেজাজের ল্যাঙ্গার। দলে পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে ভালোবাসেন তিনি। যার কারণে সহকারি কোচ এবং অস্ট্রেলিয়ার লিডারশিপ গ্রুপের ক্রিকেটারদের প্রায়শই সমস্যার মধ্যে পড়তে হয়।


এই কারণে অস্ট্রেলিয়ার সিনিয়র অনেক ক্রিকেটারই ল্যাঙ্গারের অধীনে পরবর্তী মেয়াদে খেলতে চান না! সিডনি মর্নিং হেরাল্ড তাদের প্রতিবেদনে আরও জানায়, কোচ হিসেবে খুবই খেয়ালী স্বভাবের ল্যাঙ্গার।


ঘনঘন পরিকল্পনা পরিবর্তন করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এ কারণে দলের সহকারি কোচ এবং লিডারশিপ গ্রুপের ক্রিকেটারদের সঙ্গে প্রায়ই বিরোধ বাধে ল্যাঙ্গারের।


ল্যাঙ্গার অবশ্য কিছুদিন আগেও অস্ট্রেলিয়ার দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছিলেন। যদিও দ্যা গার্ডিয়ান, সিডনি মর্নিং হেরাল্ড বা ফক্স স্পোর্টসের মতো জনপ্রিয় অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো বেলিসের পরবর্তী কোচ হওয়ার সংবাদ প্রকাশ করেছে।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball