promotional_ad

অ্যাশেজের পর ল্যাঙ্গারের ব্যাপারে সিদ্ধান্ত চান কামিন্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

৫ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

চলতি বছরের জুনে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে চুক্তি শেষ হচ্ছে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারের। তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী নয় সিএ। যদিও এই ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি তারা। অ্যাশেজের পরই এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন প্যাট কামিন্স। অজি অধিনায়কের দাবি, পুরো দলই ল্যাঙ্গারকে অসম্ভব ভালোবাসে।


সম্প্রতি অস্ট্রেলিয়ার জনপ্রিয় দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে জানা গেছে, কোচ হিসেবে খুবই আক্রমণাত্মক মেজাজের ল্যাঙ্গার। দলে পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে ভালোবাসেন তিনি। যার কারণে সহকারি কোচ এবং অস্ট্রেলিয়ার লিডারশিপ গ্রুপের ক্রিকেটারদের প্রায়শই সমস্যার মধ্যে পড়তে হয়।


এই কারণে অস্ট্রেলিয়ার সিনিয়র অনেক ক্রিকেটারই ল্যাঙ্গারের অধীনে পরবর্তী মেয়াদে খেলতে চান না! সিডনি মর্নিং হেরাল্ড তাদের প্রতিবেদনে আরও জানায়, কোচ হিসেবে খুবই খেয়ালী স্বভাবের ল্যাঙ্গার।


promotional_ad

ঘনঘন পরিকল্পনা পরিবর্তন করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এ কারণে দলের সহকারি কোচ এবং লিডারশিপ গ্রুপের ক্রিকেটারদের সঙ্গে প্রায়ই বিরোধ বাধে ল্যাঙ্গারের। কামিন্সের কথায় অবশ্য সব ধরনের গুঞ্জন উড়ে গেলো!


অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক বলেন, 'এখানে আমার মতামতের প্রয়োজন নেই। আমরা দেখব সামনে কী হয়। সবাই এই ব্যাপারে স্বচ্ছ ধারণা পেলে ভালো হয়। সে (ল্যাঙ্গার) দলের জন্য দারুণ কিছু করছে। আমরা অবশ্যই জেএলকে ভালোবাসি।'


'বিশ্বকাপ এবং অ্যাশেজে সে দারুণ ছিল। সত্যি বলতে, দলে এখন এসব নিয়ে কেউ কথা বলছে না। পরিকল্পনা হচ্ছে অ্যাশেজের পর এসব নিয়ে আলোচনা করা। আমি নিশ্চিত, পরবর্তীতে এটা নিয়ে আলোচনা হবে। সে দলের জন্য দারুণ সব কাজ করেছে। ছেলেরাও তাকে ভালোবাসে।'


কোচ হিসেবে দারুণ সব সাফল্য এনে দিয়েছেন ল্যাঙ্গার। ২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ডের পর অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব ছাড়েন ড্যারেন লেহম্যান। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দলটির দায়িত্ব নিয়ে একের পর এক সাফল্য এনে দিতে থাকেন ল্যাঙ্গার।


২০১৯ ও ২০২১ সালের অ্যাশেজে অস্ট্রেলিয়ার হয়ে শিরোপা ধরে রাখেন তিনি। এছাড়া ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ল্যাঙ্গারের অধীনেই শিরোপা জেতে অস্ট্রেলিয়া।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball