promotional_ad

পূর্ণ শক্তির অস্ট্রেলিয়াকেই প্রতিপক্ষ হিসেবে চান হাসান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক

৭ ঘন্টা আগে
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে (বামে), ব্যাটিং কোচ হানিফ মালিক (ডানে), ফাইল ফটো

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি বছরের এপ্রিলে পাকিস্তান সফরের কথা রয়েছে অস্ট্রেলিয়ার। আসন্ন এই সিরিজে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়াকেই প্রতিপক্ষ হিসেবে দেখতে চান পাকিস্তানের পেসার হাসান আলী।


এরই মধ্যে অজি টেস্ট দলপতি প্যাট কামিন্স নিশ্চিত করেছেন মূল সারির বেশিরভাগ ক্রিকেটারই পাকিস্তান সফরে যাবেন। শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিপক্ষেই ঘরের মাঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চান হাসান।


promotional_ad

তিনি বলেন, 'আমি চাই অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দল পাকিস্তান সফরে আসুক। তাহলে আমরা নিজেদের শক্তিমত্তা ও দুর্বলতা যাচাই করতে পারবো নিজেদের মাঠে। আমি আশা করি তাদের পুরো দলই আসবে। কিন্তু এখনই এই ব্যাপারে আমরা কিছু বলতে পারছি না।'


কদিন আগে হুট করে সিরিজ স্থগিত করে দেশে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। এরপর অবশ্য ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সফর করেছে। হাসান মনে করেন অস্ট্রেলিয়া পাকিস্তান সফরে গেলে অন্য দলগুলোও পাকিস্তান সফর নিয়ে ইতিবাচক চিন্তা করবে।


এই পেসার বলেন, 'পাকিস্তানে যখন খেলা হয় তখন খুবই ভালো লাগে এবং পিসিবি এর জন্য অনেক চেষ্টা করছে। এটা যদি এভাবে চলতে থাকে তাহলে পাকিস্তান পুরোদমে ঘরের মাঠে খেলতে পারবে এবং আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে মুখিয়ে আছি।'


পাকিস্তানের ২০২১ সালের সেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন হাসান। এই বছর ৮ টেস্টে তিনি শিকার করেন ৪১ উইকেট। পাঁচবার ইনিংসে ছিল ৫ উইকেট ও ম্যাচে একবার ১০ উইকেট। এই পুরস্কারের জন্য নিজেকে গর্বিত মনে করেন হাসান।


তিনি বলেন, 'আমি প্রথম দিন থেকেই টেস্ট ক্রিকেট পছন্দ করি এবং যখন কেউ আমাকে টি-টোয়েন্টি অথবা ওয়ানডের প্লেয়ারের তকমা দেয় আমি কষ্ট পাই। আমি তিন ফরম্যাটকেই গুরুত্ব দেই। কিন্তু টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার হওয়া আমার জন্য অনেক গর্বের বিষয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball