সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত হাসনাইন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক
৬ ঘন্টা আগে
মোহাম্মদ হাসনাইনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিগ ব্যাশের ম্যাচ চলাকালে তার বোলিংয়ের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন আম্পায়াররা।
পুনরায় বোলিংয়ে ফিরতে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। পাকিস্তানে লাহোরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্বীকৃত বায়োমেকানিক্স ল্যাবরেটরিতে তিনি পরীক্ষা দেবেন।

১৯ জানুয়ারি অস্ট্রেলিয়ায় তার অ্যাকশনের একটি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু এই সময়ের আগে পাকিস্তানে ফিরে আসার কথা রয়েছে। তাই লাহোরে তিনি পরীক্ষা দেবেন।
আইসিসি এর ১১.৫ ধারার নিয়ম অনুযায়ী এবং অবৈধ ক্রিয়াকলাপ সম্পর্কিত প্রোটোকলের অধীনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হাসনাইনকে ঘরোয়া ইভেন্টে বল করার অনুমতি দিতে পারে।
এই ধারা অনুযায়ী হাসনাইনকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বোলিং করার অনুমতি দিতে পারে পিসবি। কিন্তু এর আগে পিসিবি সন্দেহজনক বোলিং অ্যাকশনের কোনো বোলারকে অনুমতি দেয়নি পিএসএলে।
হাসনাইন চলমান বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের হয়ে খেলছেন। আসর জুড়েই দুর্দান্ত বোলিং করেছেন এই পাকিস্তানি পেসার। ৫ ম্যাচ খেলে প্রায় ১৭ গড়ে তিনি শিকার করেছেন ৭ উইকেট। যেখানে তিনি ওভার প্রতি দিয়েছেন ৬ রান করে।