পিএসএলের ধারাভাষ্য কক্ষে বসবে তারার মেলা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রিশাদের স্পিন আর আফ্রিদির পেসে ইসলামাবাদকে উড়িয়ে ফাইনালে লাহোর
২৪ মে ২৫
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে ধারাভাষ্য কক্ষে বসছে তারার মেলা। নিক নাইট, ড্যানি মরিসনদের মতো জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকারদের দেখা যাবে পিএসএলের এবারের আসরে।
শনিবার (২২ জানুয়ারী) পিএসলের সপ্তম আসরের জন্য ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই তালিকায় আছেন নিক নাইট, ডেভিড গাওয়ার, মাইক হাইসম্যান, পমি এমবাঙ্গওয়া, ড্যানি মরিসন, বাজিদ খান, ওয়াকার ইউনুস, উরুজ মুমতাজ, সানা মীর, মারিনা ইকবাল এবং তারিখ সাঈদ।

বর্তমান সময়ের দুই জনপ্রিয় ধারাভাষ্যকার নাইট এবং হাইসম্যানেরও পিএসএলে অভিষেক হতে যাচ্ছে এবারের আসর দিয়ে। তবে গত বছর পাকিস্তানের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ধারাভাষ্য দেয়ার অভিজ্ঞতা আছে হাইসম্যানের।
একজন মার্টিন ক্রো এবং মরিসনের ধারাভাষ্যের জীবন
২১ জানুয়ারি ২৫
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার গাওয়ার ২০২১ সালে পিএসলের করাচি পর্বে ধারাভাষ্য দিয়েছিলেন। এবারের আসরে মরিসন শুধুমাত্র লাহোর ম্যাচে ধারাভাষ্য দেবেন। আর এমবাঙ্গওয়া ধারাভাষ্যকক্ষে থাকবেন শুধু করাচি ম্যাচে।
পাকিস্তানের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে বিদেশীদের সঙ্গে দেখা যাবে বেশ কয়েকজন স্থানীয় ভাষ্যকারকেও। এই তালিকায় আছেন, বাজিদ খান, ওয়াকার ইউনুস, উরুজ মুমতাজ, সানা মীর, মারিনা ইকবাল এবং তারিখ সাঈদ।
আগামী ২৭ জানুয়ারি করাচি কিংস এবং বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতানসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে পিএসএলের সপ্তম আসরের। আর আগামী ২৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর।