আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার রিজওয়ান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান
২১ মে ২৫
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২১ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। গত বছর পাকিস্তানের হয়ে অসাধারণ সব ইনিংস খেলে এই স্বীকৃতি মিলেছে রিজওয়ানের।
গত বছর রীতিমতো স্বপ্নের মতো কেটেছে রিজওয়ানের। ২৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৩.৬৬ গড়ে এক হাজার ৩২৬ রান করেছেন বিধ্বংসী এই ওপেনার। তার স্ট্রাইক রেট ছিল ১৩৫ এর কাছাকাছি (১৩৪.৮৯)।

একই বছরে ১২টি হাফ সেঞ্চুরির পাশাপাশি ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিও হাঁকিয়েছেন রিজওয়ান। বছরের শুরুর দিকে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ২৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার।
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক
৬ ঘন্টা আগে
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ খেলেছেন রিজওয়ান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে দশ উইকেটে হারানোর ম্যাচে মাত্র ৫৫ বলে অপরাজিত ৭৯ রান করেছিলেন তিনি।
শুধু ব্যাট হাতে নয়, রিজওয়ান সাফল্যে পেয়েছেন গ্লাভস হাতেও। গত বছর মোট ২৪টি উইকেটে পরোক্ষ অবদান রেখেছেন তিনি। উইকেটের পেছন থেকে ২২টি ক্যাচ ও দুটি স্টাম্পিং করেন তিনি।