আইপিএলের জন্য পিএসএল ছাড়ছেন ফ্লাওয়ার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সেরা দুইয়ে থাকলে লাভের সঙ্গে লসও হবে বেঙ্গালুরুর
২৩ মে ২৫
কদিন আগে পাঞ্জাব কিংসের দায়িত্ব ছেড়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। দলটির হয়ে ইন্ডিয়ািন প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের মেগা নিলামে অংশ নিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়ছেন তিনি।
যদিও ভার্চুয়ালি দলটির সঙ্গে যুক্ত থাকবেন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক। মেগা নিলাম শেষে ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানে ফিরবেন ফ্লাওয়ার। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মুলতান সুলতানস।

আইপিএলের এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে লক্ষ্ণৌ। কদিন আগে দলটির প্রধান কোচ হিসেবে ফ্লাওয়ারকে দায়িত্ব দিয়েছে দলটি। টুর্নামেন্ট শুরুর আগে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এবারের আসরের মেগা নিলাম।
যেখানে অংশ নিতে পিএসএল ছেড়ে ভারত যাচ্ছেন ফ্লাওয়ার। জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ককে ছাড়া ১০ দিন পার করতে হবে মুলতান সুলতানসকে। মেগা নিলাম নিয়ে পরিকল্পনা সাজাতেই একটু আগে ভারত যাচ্ছেন তিনি।
আগামী ৫ ও ১০ ফেব্রুয়ারি পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে মুলতান। ১০ ফেব্রুয়ারি মুলতানের প্রতিপক্ষ লাহোর কালান্দার্স। ১৬ ফেব্রুয়ারি করাচি কিংসের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন ফ্লাওয়ার। তার অবর্তমানে দলটির দায়িত্ব সামলাবেন কোচিং স্টাফের অন্যান্য সদস্যরা।
মেগা নিলামের আগে তিনজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ। যেখানে লোকেশ রাহুলের সঙ্গে রাখা হয়েছে রবি বিষ্ণই এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কোস স্টইনিসকে। মেগা নিলামে ৫৮ কোটি রুপি খরচ করতে পারবে দলটি।