শুরুর দিকে ম্যাক্সওয়েল-ওয়ার্নারদের পাচ্ছে না আইপিএল!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাঞ্জাবে ম্যাক্সওয়েলের বদলি পেশাওয়ার জালমির ওয়েন
৪ মে ২৫
নিরাপত্তার শঙ্কা কাটিয়ে পাকিস্তান সফরের জন্য সবুজ সংকেত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দুই দলের সিরিজ চূড়ান্ত হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলোর কপালে। প্যাট কামিন্সের দেয়া আশ্বাস অনুযায়ী তারকা সমৃদ্ধ দল নিয়েই পাকিস্তান যাচ্ছে অজিরা। এমনটা হলে আইপিএলের শুরুর ৪-৫ ম্যাচে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের পাবে না দলগুলো।
সূচি চূড়ান্ত না হলেও আগামী ২৭ মার্চ থেকে মাঠে গড়াতে পারে আইপিএলের এবারের আসর। ১০ দলের টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান যাচ্ছে কামিন্স-স্টিভেন স্মিথরা।

গত ২৪ বছরে পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়ার এটি প্রথম সফর। যেখানে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে অজিরা। ৪ মার্চ শুরু হতে যাওয়া সিরিজটি শেষ হবে ৫ এপ্রিল। এরপর ভারতের বিমান ধরবেন আইপিএলে দল পাওয়া ক্রিকেটাররা।
৬ এপ্রিল ভারতে পৌঁছাবেন পাকিস্তান সফরে থাকা অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ভারতের মাটিতে পা রাখলেও ১১ এপ্রিলের আগে মাঠে ফেরা হবে না গ্লেন ম্যাক্সওয়েল-মার্কোস স্টইনিসদের। কারণ পাকিস্তান থেকে ভারতে আসার পর ৫ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের।
আইপিএলের এবারের আসরের মেগা নিলামে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার ৪৭ ক্রিকেটার। যেখানে রয়েছেন স্মিথ-ডেভিড ওয়ার্নার-জস হ্যাজেলউড এবং মিচেল মার্শের মতো তারকা ক্রিকেটাররা। যারা আইপিএলের নিয়মিত মুখ এবং যাদের বেশিরভাগেরই মেগা নিলাম থেকে দল পাবার সম্ভাবনা প্রবল।
যে কারণে চিন্তায় পড়তে হচ্ছে আইপিএলের দলগুলোকে। এদিকে মেগা নিলামের আগেই দল পেয়েছেন ম্যাক্সওয়েল এবং স্টইনিস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে ম্যাক্সওয়েল এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টের হয়ে খেলতে দেখা যাবে স্টইনিস। অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত ফরম্যাটের নিয়মিত সদস্য হওয়ায় আইপিএলের শুরুর দিকে তাদের পাবে না দলগুলো।