promotional_ad

আফ্রিদি কমপ্লিট প্যাকেজ: পন্টিং

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান

২১ মে ২৫
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান (বাম থেকে), ফাইল ফটো

নতুন বলে দুর্দান্ত সুইংয়ের সঙ্গে ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে ভয়ংকর বোলার শাহীন শাহ আফ্রিদি। ২০২১ সালে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জিতেছেন আইসিসির বর্ষসেরা স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি। বছরজুড়ে দারুণভাবে পারফর্ম করা আফ্রিদিকে প্রশংসায় ভাসিয়েছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের দাবি, আফ্রিদি কমপ্লিট প্যাকেজ।


২০১৯ সালে মাত্র ১৯ বছর বয়সে পাকিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়া সফর করেছিলেন আফ্রিদি। সেই সিরিজে বাঁহাতি এই পেসারকে খুব কাছে থেকে দেখেছিলেন পন্টিং।  দুই টেস্টে মাত্র ৫ উইকেট নিয়েছিলেন তিনি। তবে সর্বশেষ দুই বছরে নিজেকে দারুণভাবে গড়ে তুলেছেন আফ্রিদি। 


promotional_ad

পাকিস্তানের বর্তমান সাফল্যে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদেরে মতো বড় ভূমিকা রাখছেন বাঁহাতি  এই পেসার। ২০২১ সালে ৩৬ ম্যাচ খেলা বাঁহাতি এই পেসার নিয়েছেন ৭৮ উইকেট। গত বছর সব ফরম্যাট মিলে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলারদের তালিকায় সবার উপরে তিনি।


আরো পড়ুন

আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা

১১ মে ২৫
মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্ট, আইপিএল

প্রথমবারের মতো ভারতকে হারানোর ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে আফ্রিদির। শুরুতে রোহিত শর্মা-লোকেশ রাহুল এবং পরবর্তীতে বিরাট কোহলির উইকেট তুলে নিয়ে ভারতের রান আটকে দেন বাঁহাতি এই পেসার। এদিকে গত বছর মাত্র ৯ টেস্টে নিয়েছেন ৪৭ উইকেট। 


যার ফলস্বরূপ স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন আফ্রিদি। একজন ব্যাটার আইসিসির এমন পুরস্কার না জেতায় হতাশ পন্টিং। তবে পাকিস্তানের পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। সেই সঙ্গে এখনও আফ্রিদির সেরাটা বাকি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।


পন্টিং বলেন, ‘আমি হতাশ যে এটা একজন ব্যাটার নয়। পুরস্কারগুলো কিভাবে পেসারের কাছে যাবে, ব্যাটারের কাছে নয়? সত্যি কথা বলতে গেলে সে এটা প্রাপ্য। কয়েক গ্রীষ্ম আগে অস্ট্রেলিয়াতে তার ভালো সফর ছিল, আপনি দেখতে পাচ্ছেন। সে লম্বা, স্পষ্টতই দ্রুত বল করতে পারে। নতুন বলে সে সুইং করাতে পারে, বিশেষ করে ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে। এটা দেখতে একেবারে কমপ্লিট প্যাকেজের মতো। আমরা এখনও সেরাটা দেখিনি।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball