‘ম্যাচ শেষ করে আসতে না পারলে আউট হয়ে যাও’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান
২১ মে ২৫
ম্যাচের পুরোটা সময় ব্যাটিংয়ে থাকার পাশাপাশি রানে ফিরলেও অপরাজিত ৯০ রানের দারুণ এক ইনিংস খেলেও করাচিং কিংসকে জেতাতে পারেননি বাবর আজম। করাচির অধিনায়কের এমন ব্যাটিংয়ের পর ইনজামাম উল হক জানিয়েছেন, ম্যাচ শেষ করে আসতে না পারলে আউট হয়ে যাও।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের শুরুটা ভালো করতে পারেনি করাচিং। এখন পর্যন্ত খেলা চারটি ম্যাচেই হেরেছে বাবরের দল। নিজেদের সর্বশেষ ম্যাচে উমাইদ আসিফের দারুণ বোলিংয়ে পেশোয়ার জালমিকে ১৭৩ রানে আটকে দিয়েছিল করাচি।

সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ রানে দুই উইকেট হারায় তারা। এরপর বাবর ও ইয়ান ককবেন মিলে প্রতিরোধ গড়ে তুলেন। ককবেন, আমের ইয়ামিন, ইমাদ ওয়াসিমরা সাজঘরে ফিরলেও শেষ পর্যন্ত টিকে ছিলেন বাবর।
এখনই সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের পতন অনিবার্য: ইনজামাম
১৭ মার্চ ২৫
১৭৪ রানের লক্ষ্য তাড়ার দিনে ১২টি চার এবং একটি ছক্কায় ৬৩ বলে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলেন বাবর। দলের বেশিরভাগ রান করার পরও পেশোয়ারের বিপক্ষে দলকে জেতাতে পারেননি পাকিস্তানের অধিনায়ক। ২০ ওভার টিকে থাকার পরও ম্যাচ জেতাতে না পারায় বাবরের ক্ষেপেছেন ইনজামাম।
স্থানীয় একটি টিভি চ্যানেলকে ইনজামাম বলেন, ‘আপনি যদি বিশ্বের নাম্বার ওয়ান ক্রিকেটার হন এবং পুরো ২০ ওভার টিকে থাকেন তাহলে আপনার উচিত ম্যাচ শেষ করে আসা। অন্যথায় পুরো ওভার না খেলে আউট হয়ে যাও।’