পদত্যাগ করা সাকলাইনকে ফেরালো পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক
৬ ঘন্টা আগে
গত কয়েকদিন আগে পাকিস্তানের অন্তর্বতীকালীন কোচের পদ থেকে সড়ে দায়িয়েছিলেন সাকলাইন মুশতাক। কিন্তু এবার আবারও এক সিরিজের জন্য তাকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবিি)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের জন্য আবারও পিসিবির প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মুশতাককে। তবে তার সঙ্গে দীর্ঘমেয়াদি কোনো চুক্তি করেনি দেশটির ক্রিকেট বোর্ড।

মূলত এই সময়ের মধ্যে ভালো মানের কোনো কোচ না পাওয়ায় আরও একটি দ্বিপাক্ষিক সিরিজে মুশতাককে দায়িত্ব দিয়েছে পিসিবি। তবে নতুন কোচ নিয়োগের জন্য ইতোমধ্যেই প্রক্রিয়া শুরু করেছে বোর্ড।
বারবার শ্বশুরকে টানায় বিরক্ত শাদাব
১১ এপ্রিল ২৫
পিসিবির এক সূত্রে বলা হয়েছে, পাকিস্তানের প্রধান কোচ হিসেবে কাজ করতে আগ্রহী বেশ কয়েক জনের কাছ থেকে সাড়া পেয়েছে তারা। তবে এখনও প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা করতে পারেনি পিসিবি।
এদিকে আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট দিয়ে মাঠে গড়াবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার লড়াই। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১২ মার্চ করাচিতে। ২১ মার্চ লাহোরে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে দুই দল।
ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯, ৩১ মার্চ। আর ২ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ এপ্রিল। সীমিত ওভারের সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।