আইসিসির নতুন নিয়মে প্রথম শাস্তি পেল শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে শ্রীলঙ্কা। যেখানে অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ ওভারে মাত্র চারজন ফিল্ডার ত্রিশ গজ বৃত্তের বাইরে রেখে বোলিং করতে হয়েছে নুয়ান থুসারাকে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টিতে ইনিংস শুরুর পর থেকে ৮৫ মিনিটের মধ্যে ২০ ওভার শেষ করতে হবে। আর যদি বোলিং দল এই সময়ের মধ্যে ব্যর্থ হয় তাহলে শাস্তি স্বরূপ ২০তম ওভারে সর্বোচ্চ চার জন ফিল্ডার ত্রিশ গজ বৃত্তের বাইরে ফিল্ডিং করতে পারবেন।

অস্ট্রেলিয়ার অন্তর্বতীকালীন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আইসিসির এমন নিয়মকে ইতিবাচক হিসেবে দেখেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, 'চার জনকে বাইরে রেখে বোলিং করা খুবই কঠিন। আমি মনে করি এই নিয়মটি কার্যকরী হবে এবং এটা দেখে ভালো লাগছে।'
অবশ্য এর আগে নারীদের টি-টোয়েন্টিতে প্রথমবার এই নিয়মে কার্যকর করা হয়েছে। ইংল্যান্ড নারী দলের বিপক্ষে অস্ট্রেলিয়া নারী দলের টি-টোয়েন্টি ম্যাচে এই নিয়মে শাস্তি পেয়েছিল অস্ট্রেলিয়া।
স্লো ওভার রেটের কারণে পূর্ববর্তী নিয়মে শাস্তি ছিল, অধিনায়ককে সাময়িক বরখাস্ত করা এবং দলের সদস্যদের ম্যাচ ফি থেকে নির্দিষ্ট হারে জরিমানা করা।