শরিফুল-জয়দের কোচকে জাতীয় দলে চায় শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
গত বছরের শেষ দিকে শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন মিকি আর্থার। তার জায়গায় এখনও কাউকে নিয়োগ দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে বোর্ডের পছন্দের তালিকায় উপরের দিকে আছেন নাভিদ নেওয়াজ এবং জাস্টিন ল্যাঙ্গার এমনটাই জানিয়েছেন অরবিন্দ ডি সিলভা।
নাভিদ বর্তমানে কাজ করছেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে। তার অধীনে সর্বশেষ যুব বিশ্বকাপে বাংলাদেশ খুব একটা আলো ছড়াতে পারেনি। তবে ২০২০ সালের বিশ্বকাপে তার অধীনেই চ্যাম্পিয়ন হয়েছিল আকবর আলীর দল। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো বৈশ্বিক শিরোপা।

যুবাদের ক্রিকেটে বাংলাদেশকে সর্বোচ্চ সাফল্য এনে দেয়া নাভিদকে এবার প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে পারে এসএলসি। অরবিন্দ বলেন, 'অনেক সময় ধরে আমরা বেশ কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি। তাদের মধ্যে নাভিদ নেওয়াজ দারুণ একজন। সে বর্তমানে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের কোচ এবং এর আগে সে এখানে (শ্রীলঙ্কা) অনুর্ধ্ব-১৯ দলের দায়িত্বে ছিল।'
এদিকে জাস্টিন ল্যাঙ্গারের কোচিংয়ে সর্বশেষ অ্যশেজে ৪-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। গত কয়েক মাসে দারুণ সাফল্যের পরও অজিদের দায়িত্ব ছেড়েছেন তিনি। মূলত ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দীর্ঘ মেয়াদী চুক্তি করতে রাজি না হওয়ায় বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি।
শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে এসএলসি পছন্দের তালিকায় আছেন এই অজি। শ্রীলঙ্কার ক্রিকেট টেকনিক্যাল কমিটির সদস্য অরবিন্দ বলেন, 'আমরা একজন জাতীয় কোচ খুঁজছি। যদি সে (ল্যাঙ্গার) আগ্রহী থাকে তাহলে তার সঙ্গে আলোচনা করবো।'
এর আগে শ্রীলঙ্কার সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শেষবারের মতো লঙ্কান ড্রেসিংরুমে দেখা যায় আর্থারকে। লঙ্কানদের দায়িত্ব ছাড়ার পর এই প্রোটিয়া দায়িত্ব নিয়েছেন কাউন্টি ক্রিকেট দল ডার্বিশায়ারের।