promotional_ad

ভারতের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত

২১ এপ্রিল ২৫
ফাইল ছবি

বেশ কয়েক ম্যাচ ধরে ওপেনিংয়ে সুযোগ পেলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না ইশান কিশান। তবে শ্রীলঙ্কাকে পেয়েই যেন জ্বলে ওঠার সঙ্গে দারুণ সব শট খেলে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন এই উইকেটকিপার ব্যাটার। শুরুটা কিশান করলেও আক্রমণাত্বক ব্যাটিংয়ে শেষটা রাঙিয়েছেন শ্রেয়াস আইয়ার। তাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। বড় লক্ষ্য তাড়ায় ভেঙ্কেটেশ আইয়ার-ভুবেনশ্বর কুমারদের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কান ব্যাটাররা। তাতে ৬২ রানের জয়ে সিরিজে এগিয়ে গেলো স্বাগতিক ভারত।


লক্ষ্ণৌতে জয়ের জন্য ২০০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ভুবেনশ্বরের বলে ব্যাটের নিচের অংশে লেগে স্টাম্পে আঘাত করলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পাথুম নিশানকা। আরেক ওপেনার কামিল মিশারাকেও থিতু হতে দেননি ভুবেনশ্বর।


promotional_ad

ডানহাতি এই পেসারের আউট সাইড অফ স্টাম্পের বাইরের গুড লেংথের বল লেগ সাইডে টেনে খেলতে গিয়ে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়েছেন মিশারা। বাঁহাতি এই ব্যাটার ফিরেছেন ১২ বলে ১৪ রানে। তিনে নামা জেনিথ লিয়াঞ্জে আউট হয়েছেন ১৭ বলে ১১ রান করে। ভেঙ্কেটেশের অফ কাটার বলে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে কভারে থাকা সাঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটার।


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে প্লে-অফের আরও কাছে পাঞ্জাব

৫ মে ২৫
বল হাতে আলো ছড়িয়েছেন আর্শদীপ সিং

দলের ব্যর্থতার দিনে থিতু হতে পারেননি অভিজ্ঞ দীনেশ চান্দিমাল এবং অধিনায়ক দাসুন শানাকা। চান্দিমাল ১০ রান করলেও অধিনায়কের ব্যাট থেকে এসেছে মাত্র ৩ রান। লঙ্কান ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে হাফ সেঞ্চুরি করে হারের ব্যবধান কমিয়েছেন চারিথ আসালঙ্কা। তাকে সঙ্গ দিয়ে শেষ দিকে চামিকা করুনারত্নে ২১ এবং দুশমন্থ চামিরা অপরাজিত ২৪ রান করেছেন। 


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান এসেছে কিশানের ব্যাট থেকে। এ ছাড়া শ্রেয়াস অপরাজিত ৫৭ এবং অধিনায়ক রোহিত করেছেন ৪৪ রান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball