ইনজুরিতে ছিটকে গেলেন রুতুরাজ, ডাক পেলেন আগারওয়াল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রুতুরাজের বদলি ১৭ বছর বয়সী আয়ুষ
১৪ এপ্রিল ২৫
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে দল থেকে ছিটকে পড়লেন রুতুরাজ গায়কোয়াড়। হাতের কবজির ইনজুরির কারণে সিরিজের বাকি ম্যাচগুলোতে তাকে পাচ্ছে না ভারত।
ডান হাতের ব্যাথার কারণে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও অবশ্য খেলেননি রুতুরাজ। সেই ম্যাচ চলাকালীন এমআরআই স্ক্যান করানো হয় রুতুরাজের। তারপরই মেডিক্যাল বিভাগের পক্ষ থেকে তার ইনজুরির ব্যাপারটি নিশ্চিত করা হয়।

রুতুরাজকে বেঙ্গালুরুতে পাঠানো হচ্ছে। সেখানে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমীর অধীনে পুনর্বাসন শেষ করা হবে ভারতের এই ওপেনারের।
সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচের জন্য ইতোমধ্যেই রুতুরাজের বদলি ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। স্কোয়াডে যুক্ত হয়েছেন মায়াঙ্ক আগারওয়াল।
সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। ধর্মশালায় সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি।
এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত ও শ্রীলঙ্কা। মোহালি ও বেঙ্গালুরুতে যথাক্রমে ২ ও ১২ মার্চ থেকে শুরু হবে দুটি টেস্ট।