২ বছর পর শতভাগ দর্শক ফেরাচ্ছে ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
কখনও ৫০ শতাংশ আবার কখনও সীমিত সংখ্যক দর্শক নিয়ে ম্যাচ আয়োজন করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে শতভাগ দর্শক ফেরাচ্ছে ভারত।
সমর্থকদের আগ্রহের ওপর ভিত্তি করে সরকার ও বিসিসিআইয়ের অনুমতি সাপেক্ষে দ্বিতীয় টেস্টে শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)। তাতে ২০২০ সালের পর এবারই প্রথম ঘরের মাঠে শতভাগ দর্শকের সামনে খেলবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।

কোহলির শতভাগ টেস্ট উপলক্ষে মোহালিতে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল বিসিসিআই। যেখানে বলা হয়েছিল দিবা-রাত্রির টেস্টে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেও দেখা যাবে অর্ধেক দর্শক। তবে টিকিট ছাড়ার পর দর্শকদের আগ্রহ দেখে নিয়ম বদলাতে বাধ্য হয়েছে কেএসসিএ।
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
১২ মার্চ শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের দিবা-রাত্রির টেস্ট। যা ঘরের মাঠে ভারতের তৃতীয় দিবা-রাত্রির টেস্ট। এর আগে ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে এবং ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি বলের টেস্ট খেলেছিল ভারত।
যেখানে দুটি ম্যাচেই জয় পেয়েছিল কোহলিরা। গোলাপি বলে ভারতের হার কেবল ২০২০ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এদিকে লম্বা সময় পর চিন্নাস্বামীতে হবে টেস্ট ম্যাচ। সর্বশেষ ২০১৮ সালে এই মাঠে হয়েছিল সাদা পোশাকের লড়াইয়ের।
তাতে প্রায় ৩ বছর পর বেঙ্গালুরুতে হবে টেস্ট ক্রিকেট। সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা হয়েছিল ২০২০ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই মাঠে কোহলির শততম টেস্ট হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি হয়েছে মোহালিতে।