promotional_ad

শেষ তিনদিনে শ্রীলঙ্কার চাই ৪১৯ রান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে প্লে-অফের আরও কাছে পাঞ্জাব

৫ মে ২৫
বল হাতে আলো ছড়িয়েছেন আর্শদীপ সিং

ম্যাচের কেবল দুদিন পেরিয়েছে, তাতেই যেন জয়ের পাল্লা বেশ খানিকটা হেলে পড়েছে ভারতের দিকে। পুরো সফরে ব্যাটিং ব্যর্থতায় ভুগতে থাকা শ্রীলঙ্কা বেঙ্গালুরু টেস্টের শেষ তিনদিনে চিত্র বদলাতে না পারলে ফলাফল বদলের সম্ভাবনাটাও বেশ ক্ষীণ। সেই ক্ষীণ সম্ভাবনা আরও খানিকটা প্রবল হয়েছে শেষ বিকেলে লাহিরু থিরিমান্নের বিদায়ে। স্পিনারদের দাপটে ভারতকে ৩০৩ রানে আটকে দেয়া শ্রীলঙ্কার সামনে ৪৪৭ রানের পাহাড়সম লক্ষ্য। ম্যাচ জিততে শেষ তিনদিনে সফরকারীদের চাই ৪১৯ রান। হাতে কেবলই ৯ উইকেট। 


আগের দিনের ৬ উইকেটে ৮৬ রান নিয়ে এদিন দারুণ শুরুর আভাস দেয় শ্রীলঙ্কা। বুমরাহর প্রথম দুই বলে ব্যাক টু ব্যাক চার, আগের দিনের ব্যর্থতা ঘুচিয়ে দিতেই যেন নিরোশান ডিকওয়েলার রঙিন শুরুর প্রচেষ্টা। তবে রোদ যত প্রখর হয়েছে ততই ফিকে হয়েছে ডিকওয়েলার রঙিন শুরুর স্বপ্ন। দিনের তৃতীয় ওভারে এম্বুলদুনিয়াকে ফিরিয়ে লঙ্কানদের আরও খানিকটা চেপে ধরে ভারত। দলীয় ১০০ রান হতেই সাজঘরে ফেরেন সুরাঙ্গা লাকমল। ৫ রান করা ডানহাতি এই ব্যাটারকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন।


promotional_ad

প্রথম দুই বলে দুই চার মেরে দিনের শুরু করা ডিকওয়েলাকে ফেরান বুমরাহ। ২১ রান করা বুমরাহকে ফিরিয়ে টেস্টে প্রথমবার মতো ভারতের মাটিতে ৫ উইকেট নেয়ার স্বাদ নেন ডানহাতি এই পেসার। আর বিশ্ব ফার্নান্দোকে ফিরিয়ে লঙ্কানদের মাত্র ১০৯ রানে অল আউট করে ভারত। যা ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বনিম্ন রান। এর আগে ১৯৯০ রানে চণ্ডিগড়ে ৮২ রানে অল আউট হয়েছিল লঙ্কানরা। আগের দিনের স??্গে এদিন মাত্র ২৩ রান যোগ করা শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এদিকে ভারতের হয়ে বুমরাহ ৫টি, শামি এবং অশ্বিন নিয়েছেন দুটি করে উইকেট।


আরো পড়ুন

বুমরাহকে অধিনায়কত্ব দিতে না করছেন শাস্ত্রী

১৭ মে ২৫
ফাইল ছবি

শ্রীলঙ্কাকে মাত্র ১০৯ রানে গুটিয়ে দিয়ে ১৪৩ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪২ রান যোগ করেন রোহিত এবং মায়াঙ্ক আগারওয়াল। এম্বুলদুনিয়ার বলে ধনাঞ্জয়া ডি সিলভাকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ২২ রান করা ডানহাতি এই ওপেনার। আরেক ওপেনার রোহিত আউট হয়েছেন হাফ সেঞ্চুরির ঠিক আগে। ৪৬ রান করা ভারতের অধিনায়ককে সাজঘরে ফেরান ধনাঞ্জয়া।


রোহিতের ফেরার পর আউট হয়েছেন হানুমা বিহারিও। প্রভীন জয়াবিক্রমার বলে বোল্ড হয়েছেন ৩৫ রান করা এই ব্যাটার। প্রথম ইনিংসের মতো এদিনও ব্যর্থ বিরাট কোহলি। জয়াবিক্রমার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন ভারতের সাবেক অধিনায়ক। ভারতের হয়ে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পরই আউট হয়েছেন পান্ত। ভারতের এই উইকেট কিপার ব্যাটার সাজঘরে ফেরেন ৩১ বলে ৫০ রানের আক্রমণাত্বক ইনিংস খেলে।


প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভারতের ত্রাতা শ্রেয়াস আইয়ার। প্রথম ইনিংসে সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হওয়া আইয়ার এদিন ফিরছেন ৬৭ রানে। শেষ দিকে রবীন্দ্র জাদেজার ২২ এবং শামির ১৬ রান ভারতের লিড বড় করেছে। অক্ষর প্যাটেল ৯ রানে ফিরলে ৯ উইকেটে ৩০৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ভারত। তাতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৪৪৭ রান। শ্রীলঙ্কার হয়ে জয়াবিক্রমা চারটি এবং এম্বুলদুনিয়া নিয়েছেন তিনটি উইকেট।


জয়ের জন্য ৪৪৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ইনিংসের শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ইনিংসের তৃতীয় বলেই লাহিরু থিরিমান্নেকে ফেরার প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া বুমরাহ। রানের খাতা খোলার আগেই ডানহাতি এই পেসারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হয়েছেন থিরিমান্নে। শেষ বিকেলে আর কোনো উইকেট হারাতে দেননি দিমুথ করুনারত্নে এবং কুশল মেন্ডিস। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ২৮ রান। করুনারত্নে ১০ এবং মেন্ডিস অপরাজিত রয়েছেন ১৬ রানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball