promotional_ad

শেষ বিকেলে ২ উইকেট তুলে এগিয়ে বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম

৩ মে ২৫
বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তামিম, ক্রিকফ্রেঞ্জি

ব্যাটিংয়ে এগিয়ে ছিল আগে থেকেই, শেষ বিকেলে বোলাররা আরও খানিকটা এগিয়ে দেয় বাংলাদেশকে। শেষ বিকেলে লঙ্কানদের দুই ব্যাটারকে ফিরিয়ে স্বস্তিতে দিন শেষ করে স্বাগতিকরা। চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৩৯ রান তোলা শ্রীলঙ্কার চেয়ে এখনও ২৯ রানে এগিয়ে বাংলাদেশ।


৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। তবে শুরুটা ভালো করতে পারেনি সফরকারীরা। দলীয় ৩৬ রানে তাইজুল ইসলামের দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে ফেরেন ওশাদা ফার্নান্দো। ডানহাতি এই ব্যাটার আউট হয়েছেন ব্যক্তিগত ১৯ রানে। 


শেষ বিকেলে নাইটওয়াচম্যান হিসেবে লাসিথ এম্বুলদেনিয়াকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। থিতু হওয়ার চেষ্টা করলেও তাইজুলের বলে বোল্ড হয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। তাতে ২ উইকেটে ৩৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা।


এর আগে চট্টগ্রামে তিন উইকেটে ৩১৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন দাস- দুজনই স্বাচ্ছন্দ্যেই ব্যাট চালাতে থাকেন।


প্রথম সেশনে মুশফিক-লিটনকে ফেরানোর তেমন কোনো সুযোগই করতে পারেননি লঙ্কান বোলাররা। দেখেশুনে খেলতে খেলতে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান লিটন ও মুশফিক দুজনই।


promotional_ad

মধ্যাহ্নভোজের পরই সাজঘরে ফিরে যান লিটন। কাসুন রাজিথার বলে উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলার কাছে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ১৮৯ বলে ৮৮ রান করে প্যাভিলিয়নে ফেরত যান এই উইকেটরক্ষক।


আরো পড়ুন

‘ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কথা নেই’, মুশফিক প্রসঙ্গে জাকের

২৬ এপ্রিল ২৫
গণমাধ্যমে কথা বলছেন জাকের আলী অনিক, ক্রিকফ্রেঞ্জি

বিদায় নেয়ার আগে মুশফিকের সঙ্গে ১৬৫ রানের জুটি গড়েন তিনি। লিটন ফিরলে উইকেটে নামেন আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া তামিম ইকবাল। যদিও নিজের খেলা দিনের প্রথম বলেই বোল্ড হয়ে ফেরত যান বাঁহাতি এই ওপেনার।


ফলে আগের দিন করা ১৩৩ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। কনকাশন সাব হয়ে নামা রাজিথার চতুর্থ শিকার হয়ে ফিরে যান তিনি।


চটজলদি লিটন এবং তামিমের বিদায়ের পর দলের রান বাড়ানোর দায়িত্ব নেন সাকিব আল হাসান। যদিও খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। ৪৪ বলে ২৫ রান করে ফিরে যান তিনি। ততক্ষনে লিডের দেখা পায় বাংলাদেশ।


সাকিব ফেরার পর আসিথা ফার্নান্দোর বলে চার হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। ব্যাটিং উইকেটে ২৭০তম বলে এই সেঞ্চুরি পেয়েছেন তিনি। ক্যারিয়ারে এটি তার অষ্টম টেস্ট সেঞ্চুরি।


সেঞ্চুরির পর সুইপ শট খেলতে গিয়ে লাসিথ এম্বুলদেনিয়ার বলে বোল্ড হয়ে ফিরে যান মুশফিক। ২৮২ বলে চারটি চারে ১০৫ রান করেন তিনি। তার কিছুক্ষণ পর ফিরে যান ৫৩ বলে ৯ রান করা নাঈম হাসান।


শেষ বিকেলে ব্যাট হাতে লড়াই চালিয়ে যান তাইজুল ইসলাম। ৪৫ বলে তিন চারের সহায়তায় ২০ রান করে ফিরে যান তিনি। শরিফুল ইসলাম রিটায়ার্ড আউট হয়ে ফিরলে ৪৬৫ রানে অল আউট হয় বাংলাদেশ।


সংক্ষিপ্ত স্কোর-


শ্রীলঙ্কা (প্রথম ইনিংস)- ৩৯৭/১০ (১৫৩ ওভার) (ম্যাথুস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল মেন্ডিস ৫৪; নাঈম ৬/১০৫, সাকিব ৩/৬০)।
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৪৬৫/১০ (১৭০.১ ওভার) (তামিম ১৩৩, মুশফিক ১০৫, লিটন ৮৮, জয় ৫৮; রাজিথা ৪/৬০, আসিথা ৩/৭২)।


শ্রীলঙ্কা (দ্বিতীয় ইনিংস): ৩৯/২ (১৭.১ ওভার) (ফার্নান্দো ১৯, করুনারেত্নে ১৮*, তাইজুল ১/০)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball