ঢাকা টেস্টের আগে ছিটকে গেলেন নাঈম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আমাদের আরো শিখতে হবে’, সিরিজ হারের পর লিটন
২ ঘন্টা আগে
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না নাঈম হাসানের। আঙুল ভেঙে যাওয়ায় লঙ্কানদের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তার। এমনকি ওয়েস্ট ইন্ডিজ সফরও মিস করতে যাচ্ছেন এই অফস্পিনার।
এই খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও দেবাশীষ চৌধুরী। নাঈমের আঙুল ঠিক হতে অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।

ক্রিকবাজকে দেবাশীষ বলেন, 'শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে নাঈম ছিটকে গেছেন। তার আঙুল ভেঙে গেছে। এটা ঠিক হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। আর এমনটা হলে নাঈম ওয়েস্ট ইন্ডিজ সফরেও যেতে পারবে না।'
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
শেষবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আঙুলের ইনজুরিতে পড়েছিলেন আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ সফরে নাঈম না গেলেও মিরাজ ফিরবেন, এমনটাই প্রত্যাশা দেবাশীষের।
তিনি আরও বলেন, 'তিন-চার দিন আগে আমরা তার (মিরাজ) প্লাস্টার খুলেছি। এখন সে ফিজিওথেরাপি নিচ্ছে। আমরা আশা করছি, তাকে আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরে পাবো। এই ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।'
চট্টগ্রাম টেস্ট ইতোমধ্যেই ড্র হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৩ মে। এই সিরিজ শেষেই ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ দল। সেখানে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।