promotional_ad

এবাদত ৪-৫ উইকেট পেতে পারতো: ডোনাল্ড

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা টেস্টের শুরু থেকেই উইকেট থেকে বাড়তি সুবিধা পাচ্ছেন পেসাররা। শ্রীলঙ্কার পেসাররা উইকেট থেকে পুরো ফায়দা নিলেও ব্যর্থ বাংলাদেশের পেসাররা। মাত্র দুটি উইকেট পেলেও তৃতীয় দিনের পুরোটা সময় দারুণ লাইন লেংথ বজায় রেখে বোলিং করেছেন এবাদত হোসেন।


কখনও গুড লেংথে আবার কখনও বাউন্সার দিয়ে ব্যাটারদের বিভ্রান্ত করেছেন ডানহাতি এই পেসার। এবাদতের এমন বোলিংয়ে মুগ্ধ অ্যালান ডোনাল্ড। বাংলাদেশের বোলিং কোচ মনে করেছিলেন, দিনের পুরোটা সময় বল নিয়ে দৌড়াবেন এবাদত।


promotional_ad

তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে ডোনাল্ড বলেন, ‘খালেদ আর এবাদত শেখায় ব্যস্ত। মানসিকতা ও সারিবদ্ধতা নিয়ে আমরা ধারাবাহিকভাবে ব্যস্ত। আমার মনে হয় এবাদত আজকে দুর্দান্ত ছিল। আমার মনে হয়েছিল সে আজকে সারাদিন দৌড়াবে। চা বিরতির পর আমি তাকে বলেছিলাম বল নিতে। সে সেটা আবার করেছে এবং সমস্যার সৃষ্টি করেছে।’


দিনের দ্বিতীয় বলে কাসুন রাজিথাকে ফিরিয়ে দারুণ শুরু করলেও পুরো দিনে আর কোনো উইকেট পাননি এবাদত। তবে ডোনাল্ড মনে করেন, এবাদত আজ যেমন বোলিং করেছেন তাতে চার থেকে পাঁচটি উইকেট পেতে পারতেন। এদিকে আরেক পেসার খালেদ আহমেদ অবশ্য সন্তুষ্ট করতে পারেননি ডোনাল্ডকে। তবে বাংলাদেশের বোলিং কোচ জানিয়েছেন, খালেদ এখনও শিখছে।


এদিকে বৃষ্টির কারণে ভেস্তে গেছে তৃতীয় দিনের দ্বিতীয় সেশন। যে কারণে খুব বেশি বোলিং করার সুযোগ পাননি বাংলাদেশের বোলাররা। ম্যাচে টিকে থাকতে চতুর্থ দিন সকালে দারুণ বোলিং করার বিকল্প নেই স্বাগতিকদের। ডোনাল্ড মনে করেন, উইকেট সুবিধা দিচ্ছে এবং সেটা কাজে লাগাতে হবে।


ডোনাল্ড বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমরা তাদের ধারাবাহিকতা মিস করেছি। কিন্তু আমি আবারও বলতে চাই, আজকে আমার কাছে এবাদত দুর্দান্ত। সে আসলেই দুর্দান্ত। সে এমন একজন যাকে আমি অনুশীলনে দেখার পর মনে হয় সে আজকে ক্লিক করবে।’


‘সে আজকে যেভাবে বল করেছে সেটা স্কোর বোর্ড দ্বারা বুঝানো যাবে না। সে চার বা ৫ উইকেট পেতে পারতো। তার স্পেলটা এমনই ছিল। খালেদ অবশ্য ঠিকঠাক করতে পারেনি। কিন্তু কালকে দারুণ একটা দিন। সকালে দ্রুত আমাদের কিছু পুলস প্রয়োজন। পিচ আমাদের যথেষ্ঠ কাজ করার সুযোগ দিচ্ছে, যেটা প্রতিটি সকালেই দেয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball