আমরা টেস্টে সবচেয়ে ফিট দল: সাকিব

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিএসএলে দল পাওয়ার গল্প শোনালেন মিরাজ
২০ মে ২৫
টেস্ট ক্রিকেটে মানসিকতার সঙ্গে শারীরিকভাবে ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ। শারীরিকভাবে ফিট না হলে বেশিরভাগ সময় ক্রিকেটারদের ইনজুরিতে পড়তে হয়। মানসিক সমস্যা থাকলেও সাকিব আল হাসান মনে করেন, বাংলাদেশের ক্রিকেটাররা শারীরিকভাবে ফিট।
সেটার পক্ষেও যুক্তিও দিয়েছেন সাকিব। সেই সঙ্গে চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে টেস্টে নিজেদের সবচেয়ে ফিট দল দাবি করেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এদিকে মানসিক সমস্যার উন্নতি করতে অনেক বেশি কাজ করার রয়েছে বলে মনে করেন তিনি।

সাকিব বলেন, ‘আমার কাছে যেটা মনে হয় যে আমরা হচ্ছি টেস্ট ক্রিকেটের সবচেয়ে ফিট দল। কারণ সবচেয়ে বেশি ফিল্ডিং করি, বেশিরভাগ সময়। শারীরিকভাবে আমরা ফিট। মানসিক সমস্যাটা হয়তো বেশি। এই জায়গাটাতে আসলে আমাদের অনেক বেশি কাজ করার আছে।’
‘আমাদের আরো শিখতে হবে’, সিরিজ হারের পর লিটন
২ ঘন্টা আগে
নিজেদেরকে ফিট দল দাবি করে, মুশফিকুর রহিম ও লিটন দাসের উদাহরণ দিয়েছেন সাকিব। কিপিং করার কারণে ম্যাচের বেশিরভাগ সময়ই লিটনকে মাঠে থাকতে হয়। সাকিবের হিসেবে সর্বশেষ তিন ইনিংসে লিটন ও পুরো দলকে প্রায় ৪৫০ ওভারে ফিল্ডিং করতে হয়েছে।
এত লম্বা সময় ফিল্ডিং করার পরও সাবলীল ব্যাটিং করেছেন লিটন। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে খেলেছেন ১৪১ রানের দারুণ এক ইনিংস। এ ছাড়া মুশফিকের ব্যাট থেকে এসেছে অপরাজিত ১৭৫ রানের ইনিংস।
তাদের নিয়ে বলতে গিয়ে সাকিব বলেন, ‘শারীরিকভাবে কিন্তু আমরা অনেক বেশি ফিট। আপনি দেখেন সবমিলিয়ে তিন ইনিংসে মনে হয় ৪০০-৪৫০ ওভার ফিল্ডিং করেছে পুরো দল। ফিট না হলে... এই যে লিটন ৪৫০ ওভার কিপিং করে... মুশফিক ভাই ব্যাটিং করছে। একজন ১৭০ (১৭৫*) করছে, একজন ১৪০-৫০ (১৪১) করেছে। শারিরীকভাবে সবাই ফিট, মানসিক সমস্যা আমার কাছে যেটা মনে হয়। যে জায়গাটাতে আসলেই আমাদের অনেক বেশি কাজ করার আছে।’