promotional_ad

লিটনকে আউট করা আসিথার ক্যাচই টার্নিং পয়েন্ট: ডিকওয়েলা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমাদের আরো শিখতে হবে’, সিরিজ হারের পর লিটন

২ ঘন্টা আগে
সিরিজ শুরুর আগে মোহাম্মদ ওয়াসিমের (বামে) সঙ্গে ফটোসেশনে লিটন দাস (ডানে), ফাইল ফটো

ঢাকা টেস্ট বাঁচাতে শেষ দিন ব্যাট হাতে লড়াই করতে নেমেছিলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। অবশ্য এই দুজনের জুটি পঞ্চম দিন বেশি এগোতে দেননি কাসুন রাজিথা। এরপর সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশের লিড নিশ্চিত করেন লিটন দাস। 


মধ্যাহ্নভোজের বিরতির পর আসিথা ফার্নান্দোর ভেতরে ঢোকা বলে ড্রাইভ করতে চেয়েছিলেন লিটন। তবে ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ না হওয়ায় তা ভেসে চলে যায় বোলারের দিকে। ফলো থ্রুতে দারুণ ক্যাচ নিয়ে লিটকে সাজঘরে ফেরান আসিথা।


promotional_ad

এরপর বাংলাদেশের ইনিংস আর বেশিদূর এগোতে পারেনি। ফলে ২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ উইকেটের বড় জয় তুলে নেয় শ্রীলঙ্কা। এই জয়ের পর লিটনের ক্যাচকেই ম্যাচের টার্নিং পয়েন্ট মানছেন নিরোশান ডিকওয়েলা। তিনি মনে করেন এই ক্যাচটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের ড্রেসিং রুম ধীরস্থিরই ছিল। আমরা জানতাম, একটি উইকেটের ব্যাপার। একটি উইকেট নিলেই টেলএন্ডাররা চলে আসবে ব্যাটিংয়ে। আমরা চাপ পেয়ে বসতে দেইনি। লাঞ্চের পর আসিথা দুর্দান্ত একটি ক্যাচ নেয় (লিটনের), এটিই ছিল টার্নিং পয়েন্ট।'


শ্রীলঙ্কায় চলতে মারাত্মক আর্থিক বিপর্যয়। এমন অবস্থায় দেশের মানুষকে আনন্দের উপলক্ষ্য এনে দিতে পেরেই আনন্দিত ডিকওয়েলা। তার বিশ্বাস বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয় তাদের দেশের মানুষকে প্রশান্তি দেবে। 


তিনি বলেন, 'আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি, দেশে আর সব কিছু পেছনে ফেলেই এসেছি। আমাদের চাওয়া ছিল ভালো ক্রিকেট খেলা এবং সিরিজ জয় করা। তবে অবশ্যই এটি দেশের মানুষের জন্য একটি প্রাপ্তি হবে, দেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার জন্য এটা ভালো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball