লিটনকে আউট করা আসিথার ক্যাচই টার্নিং পয়েন্ট: ডিকওয়েলা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আমাদের আরো শিখতে হবে’, সিরিজ হারের পর লিটন
২ ঘন্টা আগে
ঢাকা টেস্ট বাঁচাতে শেষ দিন ব্যাট হাতে লড়াই করতে নেমেছিলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। অবশ্য এই দুজনের জুটি পঞ্চম দিন বেশি এগোতে দেননি কাসুন রাজিথা। এরপর সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশের লিড নিশ্চিত করেন লিটন দাস।
মধ্যাহ্নভোজের বিরতির পর আসিথা ফার্নান্দোর ভেতরে ঢোকা বলে ড্রাইভ করতে চেয়েছিলেন লিটন। তবে ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ না হওয়ায় তা ভেসে চলে যায় বোলারের দিকে। ফলো থ্রুতে দারুণ ক্যাচ নিয়ে লিটকে সাজঘরে ফেরান আসিথা।

এরপর বাংলাদেশের ইনিংস আর বেশিদূর এগোতে পারেনি। ফলে ২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ উইকেটের বড় জয় তুলে নেয় শ্রীলঙ্কা। এই জয়ের পর লিটনের ক্যাচকেই ম্যাচের টার্নিং পয়েন্ট মানছেন নিরোশান ডিকওয়েলা। তিনি মনে করেন এই ক্যাচটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের ড্রেসিং রুম ধীরস্থিরই ছিল। আমরা জানতাম, একটি উইকেটের ব্যাপার। একটি উইকেট নিলেই টেলএন্ডাররা চলে আসবে ব্যাটিংয়ে। আমরা চাপ পেয়ে বসতে দেইনি। লাঞ্চের পর আসিথা দুর্দান্ত একটি ক্যাচ নেয় (লিটনের), এটিই ছিল টার্নিং পয়েন্ট।'
শ্রীলঙ্কায় চলতে মারাত্মক আর্থিক বিপর্যয়। এমন অবস্থায় দেশের মানুষকে আনন্দের উপলক্ষ্য এনে দিতে পেরেই আনন্দিত ডিকওয়েলা। তার বিশ্বাস বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয় তাদের দেশের মানুষকে প্রশান্তি দেবে।
তিনি বলেন, 'আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি, দেশে আর সব কিছু পেছনে ফেলেই এসেছি। আমাদের চাওয়া ছিল ভালো ক্রিকেট খেলা এবং সিরিজ জয় করা। তবে অবশ্যই এটি দেশের মানুষের জন্য একটি প্রাপ্তি হবে, দেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার জন্য এটা ভালো।'