promotional_ad

স্পিনারদের নিয়ে বিশেষ ক্যাম্পের উদ্দেশ্য জানালেন হেরাথ

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৩২ স্পিনার নিয়ে রবিবার (২৯ মে) থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে রঙ্গনা হেরাথের বিশেষ ক্যাম্প। বাংলাদেশ দলের এই স্পিন কোচ জানিয়েছেন জাতীয় দলের বিকল্প স্পিনার তৈরি করতে বিশেষ ভুমিকা রাখবে এই ক্যাম্প।


সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে ইনজুরির কারণে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। আর সিরিজ চলাকালীন চোটে পড়েছিলেন নাঈম শেখ। এই অফ স্পিনারের বিকল্প খুঁজে পায়নি বাংলাদেশ। ফলে ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের ওপরই ভরসা রাখতে হয়েছিল।


promotional_ad

এই সমস্যা কাটিতে উঠতেই জাতীয় দলের বাইরেও বেশ কয়েকজন স্পিনারকে তৈরি রাখার পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরিকল্পনার অংশ হিসেবেই হেরাথের অধীনে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।


এই ক্যাম্পের উদ্দেশ্য নিয়ে হেরাথ বলেছেন, 'আমি সবসময়ই মনে করি আমাদের কিছু এক্সট্রা স্পিনার দরকার ব্যাকআপ হিসেবে। এমনটা হলে বাংলাদেশের জন্য সুবিধা হবে। আমি যদি উদাহরণ দেই, নাঈম ইনজুরিতে পড়েছিল, আমরা তখন এখন বিশেষজ্ঞ অফ স্পিনার পাইনি। তাই আমাদের এই স্পিনারদের রেকর্ড রাখতে হবে এবং বাংলাদেশের ক্রিকেটে কাজে লাগাতে হবে।'


নাঈমের বিকল্প হিসেবে শেখ মেহেদীকে কেন ভাবা হলো না এমন প্রশ্নের জবাবে হেরাথ জানিয়েছেন, মেহেদীর খুব বেশি লঙ্গার ভার্সনের ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। তারা এমন একজনের খোঁজে ছিলেন যিনি লম্বা স্পেলে সঠিক লাইন লেন্থ ধরে রেখে বল করতে পারেন। যদিও এমন কাউকে তারা সে সময় খুঁজে পাননি।


এ প্রসঙ্গে হেরাথ বলেন, 'আপনাকে সবসময় স্ট্রেংথ বুঝতে হবে এবং খেলার রোলটা বুঝতে হবে। আমার মনে হয় শেখ মেহেদী অনেক বেশি সীমিত ওভারের প্লেয়ার। সে খুব বেশি লঙ্গার ভার্সনের ম্যাচ খেলেনি। আমরা এমন কাউকে খুঁজছিলাম যে লম্বা স্পেলে বল করতে পারবে একাগ্রতা ও অ্যাকুরেসি নিয়ে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball