দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন স্টার্ক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল খেলতে ভারতে ফিরছেন না স্টার্ক, বিপাকে দিল্লি
১৬ মে ২৫
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত শুরু করেছিলেন মিচেল স্টার্ক। কিন্তু দ্বিতীয় ম্যাচে তার সার্ভিস পাবে না অজিরা। আঙুলের চোটের কারণে খেলতে পারবেন না এই অভিজ্ঞ পেসার।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলার সময় চোট পান স্টার্ক। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে স্বাগতিকরা। লঙ্কানদের ইনিংসের প্রথম ওভারেই বোলিংয়ে আসেন স্টার্ক। এই ওভারে বোলিং করার সময় হাতের তর্জনী তার জুতার স্পাইকের উপর লেগে কেটে যায়।

এরপরও তিনি খেলা চালিয়ে যান। এই ম্যাচে তিনি তার কোটার পুরো চার ওভার বোলিং করেছেন। যেখানে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছেন এই পেসার। তবে দ্বিতীয় ম্যাচে তার আর খেলা হচ্ছে না।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
স্টার্কের চোট প্রসঙ্গে জশ হ্যাজেলউড বলেন, 'এটা একটা অদ্ভুত চোট ছিল। তার বাম পা পেছনে নিয়ে আসার সময়, তার (জুতার) স্পাইকের উপর (হাত) লাগে এবং তার আঙুলে চোট পায়।'
চোটের কারণে দ্বিতীয় ম্যাচ থেকে স্টার্ক ছিটকে যাওয়ায় সুযোগ মিলতে পারে ঝাই রির্চাডসনের। স্টার্কের বদলি হিসেবে টিম ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় উপরের দিকে আছেন এই পেসার।
আজ (৮ জুন) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। আর সিরিজের শেষ এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অজিরা।