promotional_ad

লক্ষ্য বিশ্বকাপ, ব্যাটিং-বোলিংয়ে ভারসাম্য চান হাসারাঙ্গা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বর্ষসেরার মনোনয়ন পেলেন ৮ ক্রিকেটার

২৯ ডিসেম্বর ২৪
আইসিসির বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের জন্য মনোনয়ন পেয়েছেন ৮ ক্রিকেটার

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো ফলাফল করতে ব্যাটারদের পারফর্ম করার আহ্বান জানালেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ক্রমাগত ব্যর্থ হচ্ছেন শ্রীলঙ্কার ব্যাটাররা। অপরদিকে বোলাররা আছেন দারুণ ফর্মে। ভারসাম্য আনতে বোলারদের পর্যায়ে ব্যাটারদের আসতে বললেন হাসারাঙ্গা।


অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। কলম্বোতে টানা দুইদিন খেলা দুই ম্যাচের দুটিতেই চরম ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। দুটো ম্যাচে যথাক্রমে ১২৮ ও ১২৪ রান করেছে তারা।


promotional_ad

অস্ট্রেলিয়া প্রথম ম্যাচটি দশ উইকেটে জিতলেও পরেরটি জিতেছে তিন উইকেটে। দ্বিতীয় ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে শ্রীলঙ্কা। ৩৩ রান খরচায় চার উইকেট নেন হাসারাঙ্গা। ম্যাথু ওয়েডের ২৬ রানের ইনিংসের কাছে হার মানতে হয় লঙ্কানদের। ম্যাচ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রস্তুতি নিয়ে জানিয়েছেন হাসারাঙ্গা।


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

তিনি বলেন, 'আমাদের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা দুর্বল। এই মুহূর্তে ওরা ফর্মে নেই। আমাদের এটা মেনে নিতে হবে। আমাদের লক্ষ্য বিশ্বকাপ। ব্যাটিংয়ে আমরা যদি আরও দশভাগ ভালো করি, তাহলেও সামনের ম্যাচে আমরা ভালো অবস্থানে থাকব। শেষ দুই ম্যাচে আমাদের ব্যাটিং খুব বাজে ছিল।'


'আমাদের ব্যাটিং এবং বোলিং একই লেভেলে (পর্যায়ে) থাকতে হবে। বোলিংয়ে আমরা বেশ ভালো করছি। এরকম ক্লোজ ম্যাচে আমরা যখন ১২৫ রান ডিফেন্ড করছি, এর মানে হচ্ছে আমাদের বোলিং খুব ভালো। অক্টোবর পর্যন্ত আমরা আরও কিছু ম্যাচ খেলব এবং আরও ভালো অবস্থানে যাবো।'


১১ জুন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। তারপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball