শানাকার 'অবিশ্বাস্য' ইনিংসে মুগ্ধ ফিঞ্চ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি অবিশ্বাস্য এক ইনিংস খেলে শ্রীলঙ্কাকে জয় এনে দিয়েছেন দাসুন শানাকা। অজিদের বিপক্ষে ২৫ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি।
এমন পারফরম্যান্সের ফলে প্রতিপক্ষ অধিনায়ক অ্যারন ফিঞ্চের প্রশংসা কুড়িয়েছেন। শানাকার এই ইনিংসে ভর করেই ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা।

ম্যাচ শেষে শানাকার প্রশংসা করে ফিঞ্চ বলেন, 'পুরো সিরিজে আমি আমার দলের পারফরম্যান্সে খুব খুশি। দাসুন শানাকার এই ইনিংসটা অবিশ্বাস্য এক ইনিংস ছিল। আমার মনে হয়েছিল আমাদের ব্যাটিংয়ের শেষ দিকে পিচ কিছুটা স্লো হয়ে গিয়েছিল। ফলে আমরা প্রথমে ব্যাট করছি না পরে সেটা খুব একটা বড় বিষয় ছিল না। আমরা আমাদের দল এবং আমাদের অপশন নিয়ে খুব খুশি।'
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
এই ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১৭৭ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল শ্রীলঙ্কা।
এক সময় তাদের সংগ্রহ ছিল ৫ উইকেট হারিয়ে ৯৮ রান। এমন অবস্থা থেকেই শানাকার ব্যাটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। এমনকি শেষ পর্যন্ত জয় নিয়েও মাঠ ছেড়েছে তারা।
এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে শেষ করেছে স্বাগতিকরা। শানাকার কল্যাণে হোয়াইটওয়াশ থেকে রক্ষা হয়েছে লঙ্কানদের। দুই দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৪ জুন।