টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৩৫ রানে হারিয়েছে সফরকারীরা।
আফগানিস্তানের দেয়া ১২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগান চায়নাম্যান বোলার নূর আহমেদের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে। তিনি একাই নিয়েছেন ৪ উইকেট। এর ফলে ৯ উইকেটে ৯০ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে শুরু থেকেই উইকেট হারিয়েছে। তারা দলীয় ৪৮ রানের মধ্যে হারায় টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে। এর মধ্যে দুই ওপেনার ওয়েসলি মাধেভেরে ১৪ ও ইনোসেন্ট কাইয়া ১২ রান করে আউট হন।

পরের দুই ব্যাটার ক্রেইগ আরভিন (১) ও সিকান্দার রাজা (০) দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি। ১১ রান আসে তাদিওানাশে মারুমানির ব্যাট থেকে। মিডল অর্ডারে দুই অঙ্কের দেখা পেয়েছেন কেবল রায়ান বার্ল।
জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস
১ ঘন্টা আগে
তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ১৫ রানের ইনিংস। নূরের ৪ উইকেট ছাড়াও আফগানিস্তানের ২ উইকেট নিয়েছেন শরাফউদ্দিন আশরাফ ২টি। একটি করে উইকেট পেয়েছেন ফজলহক ফারুকি ও রশিদ খান।
এর আগে মোহাম্মদ নবির ৩১, হজরতউল্লাহ জাজাইয়ের ২৪ ও ইহসানউল্লাহ জানাতের ২০ রানে ভর করে ১২৫ রান তোলে আফগানিস্তান। জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নেন বার্ল ও রাজা।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান- ১২৫/৮ (২০ ওভার) (ইহসানউল্লাহ ২০, জাজাই ২৪, নবি ৩১; বার্ল ২/২২, রাজা ২/১৮)
জিম্বাবুয়ে- ৯০/৯ (২০ ওভার) (বার্ল ১৫, কাইয়া ১২, মারুমানি ১১; নূর ৪/১০, আশরাফ ২/১৩)