ওয়ানডে সিরিজে আলো ছড়িয়ে টেস্ট দলে ভ্যান্ডারসে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট শ্রীলঙ্কা। মূল স্কোয়াডের সঙ্গে দুইজন ক্রিকেটার ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে।
দলে সবচেয়ে বড় চমক জেফরি ভ্যান্ডারসে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন এই লেগ স্পিনার। বাংলাদেশ সর্বশেষ সিরিজে তিনি চোটের কারণে খেলতে পারেননি।
টেস্ট দলে ফিরেছেন ওপেনার পাথুম নিশাঙ্কাও। দলে রেখে দেয়া হয়েছে দুই অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস ও চামিকা করুনারত্নেকেও। এদিকে ভ্যান্ডারসে ও নিশাঙ্কাকে জায়গা দিতে স্কোয়াডের বাইরে চলে গেছেন কামিল মিশ্র ও সুমিন্দা লক্ষণ।
ভ্যানডার্সে এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেননি। যদিও প্রথম শ্রেনির ক্রিকেটে বেশ সফল এই লেগ স্পিনার। এরই মধ্যে ২৬.৯২ গড়ে ২৩৩ উইকেট নিয়েছেন। অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি চার ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন।

এদিকে স্ট্যান্ডবাই তালিকায় তালিকায় জায়গা পাওয়া ১৯ বছর বয়সী দুনিথ ওয়েলালেজ ১১টি প্রথম শ্রেনির ম্যাচ খেলেছেন। এদিকে সফরকারীদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২৯ জুন।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
আর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ জুলাই থেকে। টি-টোয়েন্টিতে দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করেছিল শ্রীলঙ্কা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা।
অবশ্য ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তারা অজিদের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। ফলে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই অজিদের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নামবে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা স্কোয়াড-
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশাল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দীনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রভীন জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া ও জেফরি ভ্যান্ডারসে।
স্ট্যান্ডবাই-
দুনিথ ওয়েলালেজ ও লক্ষীথা রাসাঞ্জানা।