promotional_ad

টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ আয়ারল্যান্ড

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

গুজরাটে ফিলিপসের বদলি শ্রীলঙ্কার শানাকা

১৮ এপ্রিল ২৫
ফাইল ছবি

ওয়ানডেতে নিউজিল্যান্ডের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছিল আয়ারল্যান্ড। তবে টি-টোয়েন্টিতে এসে কিউইদের বিপক্ষে পাত্তাই পায়নি স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা নিউজিল্যান্ড শেষ টি-টোয়েন্টিতে জয় পেয়েছে ৬ উইকেটে। এ জয়ে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড।


বেলফাস্টে আয়ারল্যান্ডের দেয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্বক শুরু করে মিচেল স্যান্টনারের দল। তবে দ্রুত রান তুলতে গিয়ে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। ক্রেইগ ইয়ংয়ের মিডল স্টাম্পের বল খেলতে গিয়ে বোল্ড আউট হন ফিন অ্যালেন। দুই চার ও এক ছক্কায় ৭ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার।


promotional_ad

অ্যালেনের বিদায়ের পর থিতু হতে পারেননি আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ড্যান ক্লিভার। জশুয়া লিটলের ব্যাক অব লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে ব্যাটে-বলে ঠিকঠাক টাইমিং না হওয়ায় ডিপ স্কয়ার লেগে দাড়িয়ে থাকা কার্টিস ক্যাম্ফারকে ক্যাচ দেন ক্লিভার। 


ক্যাম্ফারের দুর্দান্ত ক্যাচে শেষ পর্যন্ত ৬ বেল ৫ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটতে হয় আগের ম্যাচে ৭৮ রানে অপরাজিত থাকা এই উইকেটকিপার ব্যাটারকে। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মার্টিন গাপটিল। জর্জ ডকলেরের বলে সুইপ করতে গিয়ে শর্ট থার্ডম্যানে থাকা লিটলকে ক্যাচ দেন এই কিউই ওপেনার। 


২৫ রান করা গাপটিল ফেরার পর দারুণ এক জুটি গড়েন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তারা দুজনে মিলে যোগ করেন ৮২ রান। দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরির আগে সাজঘরে ফিরে যেতে হয় মিচেলকে। লিটলের দারুণ এক বাউন্সারে তারই হাতে ক্যাচ দিয়ে ৪৮ রানে ফেরেন ডানহাতি এই ব্যাটার।


মিচেল ফিরলেও ৩৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ফিলিপস। শেষ পর্যন্ত ৬ বলে ২৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকা জিমি নিশামকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন তিনি। ডকরেলের বলে দুবার জীবন পাওয়া ফিলিপস অপরাজিত ছিলেন ৫৬ রানে। 


এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে আয়ারল্যান্ড। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন পল স্টার্লিং। এ ছাড়া মার্ক অ্যাডায়ার ১৫ বলে অপরাজিত ৩৭ এবং লরকান টাকার ২৮ রান করেছেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball