promotional_ad

জিম্বাবুয়েতে কষ্ট করেই জিততে হবে: তাসকিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শ্রীলঙ্কা সফরে ফেরার আশায় তাসকিন

১৫ মে ২৫
ক্রিকফ্রেঞ্জি

প্রতিপক্ষ জিম্বাবুয়ে। যাদের সাথে নিকট অতীতে জয়ের পাল্লাই অনেকটা ভারি বাংলাদেশের। তবুও তাদের হালকা করে নিচ্ছেন না তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের উদ্দেশে যাত্রা করার আগে এই পেসার জানালেন, ঘরের মাটিতে যথেষ্ট সামর্থ্যবান দল জিম্বাবুয়ে।


গতবছরও জিম্বাবুয়ে সফর করেছে বাংলাদেশ। সেই দলে ছিলেন তাসকিনও। অতীত অভিজ্ঞতা থেকেই তরুণ এই পেসার সতর্ক করলেন গোটা দলকে। একইসঙ্গে জানালেন, দলের জয়ে অবদান রাখতে উদগ্রীব হয়ে আছেন তিনি।


তাসকিন বলেন, ‘ভালো ফল আশা করছি। তবে ওদের মাঠে ওদের বিপক্ষে কষ্ট করেই জিততে হয়। গতবছর খেলেছিলাম, প্রতিটি ম্যাচই কিন্তু আমাদের কঠিন সময় দিয়েছিল ওরা। এবারও কষ্ট করে জিততে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতার। তবে সহজ হবে না।’


promotional_ad

‘ব্যক্তিগত লক্ষ্য একই থাকবে। আগেরবারের মতো এবারও সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। দলকে জেতানোর পেছনে আমার যেনো অবদান থাকে। নতুনত্ব নিয়ে কাজ করছি। তবে সবকিছু নির্ভর করবে কেমন ধরনের উইকেট থাকবে, কেমন বোলিং করা যায়- ওটাই আর কি।’


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান

২ ঘন্টা আগে
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান (বাম থেকে), ফাইল ফটো

কয়েকদিন আগেই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টির দল ঘোষণা করতে গিয়ে বড়সড় চমক দেয় তারা। কেননা সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই ঘোষণা করা হয়েছে এবারের স্কোয়াড।


এই সিরিজে থাকছেন না বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গে বিশ্রামে রাখা হয়েছে মুশফিকুর রহিমকেও। সাকিব আল হাসান আগেই ছুটি নেয়ায় বিবেচিত হচ্ছেন না এই সিরিজে।


আসন্ন এই সফরের টি-টোয়েন্টি সিরিজে দলের নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে পেসার হাসান মাহমুদ ও পারভেজ হোসেন ইমনকে। এছাড়া এই দলে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, শরিফুল ইসলামরা।


আসন্ন এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে অবশ্য তামিম ইকবালই অধিনায়ক থাকছেন। ৫০ ওভারের ম্যাচগুলোতে মাহমুদউল্লাহ, মুশফিক- দুজনই খেলবেন। দুই ধাপে ইতোমধ্যে দেশ ছেড়েছে টি-টোয়েন্টির দলে থাকা ক্রিকেটাররা। সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩০ জুলাই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball