promotional_ad

এই সিরিজে মোমেন্টাম আমাদের পক্ষে: আরভিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চট্টগ্রামে স্পিন আরও প্রভাব ফেলবে বলে বিশ্বাস আরভিনের

২৭ এপ্রিল ২৫
সংবাদ সম্মেলনে ক্রেইগ আরভিন, ক্রিকফ্রেঞ্জি

জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণার সময় বেশ বড় চমক দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেননা সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই ঘোষণা করা হয় এবারের স্কোয়াড। ৩০ জুলাই শুরু হতে যাওয়া প্রথম টি-টোয়েন্টি থেকেই নিজেদের প্রমাণের মিশনে নামবে নুরুল হাসান সোহানের দল। তবে প্রথম ম্যাচে নামার আগেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। মনে করিয়ে দিলেন, সাম্প্রতিক পারফরম্যান্সে মোমেন্টাম জিম্বাবুয়ের দিকেই।


কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। অপরদিকে বেশ কিছুদিন ধরেই টি-টোয়েন্টিতে ভালো ছন্দে আছে জিম্বাবুয়ে। নিজেদের ঘরের মাঠে তারা ২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন হয়েছে।


promotional_ad

আপাতত এই ফলাফলকেই প্রেরণা মানছেন আরভিন, ‘দেখুন, অবশ্যই আপনি যেমন বললেন বাংলাদেশ অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়া এসেছে। আমার মনে হয় বুলাওয়েতে বাছাই পর্বে ভালো একটা সপ্তাহ কাটিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি আমাদের পক্ষে মোমেন্টাম আছে এই সিরিজে। সাম্প্রতিক সময়ে তারা টি-টোয়েন্টিতে ভালো না। আমরা বুলাওয়ের মোমেন্টামটা এখানে নিয়ে আসতে চাই।’


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান

২ ঘন্টা আগে
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান (বাম থেকে), ফাইল ফটো

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে ভয়হীন ক্রিকেট খেলার ইঙ্গিত দেন আরভিন। টি-টোয়েন্টিতে নিজেদের খেলার ধরনে ইতিবাচক পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে, এটাও মনে করিয়ে দিলেন তিনি।


আরভিন আরও বলেন, ‘আমরা মানসিকতায় পরিবর্তন এনেছি টি-টোয়েন্টি খেলার। আমার মনে হয় অনেকেই সেটা বুলাওয়েতে দেখেছে, টি-টোয়েন্টি আমরা যেভাবে খেলেছি আগে আর বুলাওয়েতে যেভাবে খেললাম তাতে অনেক তফাৎ আছে। আমরা যদি ওই ইতিবাচক ও ভয়হীন ক্রিকেটটা খেলতে পারি, পরিসংখ্যানটা ধীরে ধীরে বদলাবে।’


শনিবার থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে থাকছেন না বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গে বিশ্রামে রাখা হয়েছে মুশফিকুর রহিমকেও। সাকিব আল হাসান আগেই ছুটি নেয়ায় বিবেচিত হচ্ছেন না এই সিরিজে।


আসন্ন এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে অবশ্য তামিম ইকবালই অধিনায়ক থাকছেন। ৫০ ওভারের ম্যাচগুলোতে মাহমুদউল্লাহ, মুশফিক- দুজনই খেলবেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball