promotional_ad

ভারতকে ২-১ ব্যবধানে হারাতে চায় জিম্বাবুয়ে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস

১ ঘন্টা আগে
লম্বা সময় পর মাঠে ফিরলেন বেন স্টোকস, ফাইল ফটো

বাংলাদেশকে ঘরের মাঠে সিরিজ হারানোর পর আসন্ন ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ হারাতে চান ইনোসেন্ট কাইয়া। জিম্বাবুয়ের এই ব্যাটার এবারের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকও হতে চান। সিরিজ শুরুর আগে লোকেশ রাহুলের দলকে আগাম হুমকি দিয়ে রাখলেন তিনি।


জিম্বাবুয়ের মাটিতে এখন পর্যন্ত ১৩টি সিরিজ খেলেছে ভারত। এর মধ্যে জিম্বাবুয়ে জিততে পেরেছে দুটিতে, ড্র হয়েছে দুটি সিরিজ। বাকিগুলোতে জিতেছে ভারত। ২০০১ সালের পর জিম্বাবুয়ের মাটিতে কখনোই সিরিজ হারেনি ভারত।


promotional_ad

এর মধ্যে ২০১৩, ২০১৫ এবং ২০১৬ সালে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশও করেছে ভারত। সফরকারীদের এমন দাপুটে পারফরম্যান্সের পরও নিজেদের আত্মবিশ্বাসে কমতি নেই কাইয়ার। দলের মানসিকতা পরিবর্তনে কোচ ডেভিড হাটনকেও কৃতিত্ব দেন তিনি।


কাইয়া বলেন, '২-১ ব্যবধানে জিম্বাবুয়ে জিতবে। ব্যক্তিগতভাবে আমি চাইব, সর্বোচ্চ রান সংগ্রাহক হতে এবং সেঞ্চুরি করতে। খুব সাধারণ পরিকল্পনা। আমি রান করতে চাই এবং সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাই। এটাই আমার লক্ষ্য।'


'যখন ডেভিড (হাটন) আসল, সে আমাদের বলেছে ইতিবাচক ক্রিকেট খেলতে। এটাই আমরা চেষ্টা করছি। আমরা শটস খেলতে আর ভয় পাচ্ছি না। এভাবেই সবকিছু বদলে গেছে। অনেক বড় কিছু আমরা পরিবর্তন করিনি।'


হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগামী ১৮ আগস্ট প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। একই মাঠে পরের দুই ম্যাচ হবে ২০ ও ২২ আগস্ট। সিরিজ শুরুর আগে রাহুলের দলকে আগাম হুঙ্কার দিয়ে রেখেছিলেন কোচ হাটনও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball