ভারতকে ২-১ ব্যবধানে হারাতে চায় জিম্বাবুয়ে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস
১ ঘন্টা আগে
বাংলাদেশকে ঘরের মাঠে সিরিজ হারানোর পর আসন্ন ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ হারাতে চান ইনোসেন্ট কাইয়া। জিম্বাবুয়ের এই ব্যাটার এবারের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকও হতে চান। সিরিজ শুরুর আগে লোকেশ রাহুলের দলকে আগাম হুমকি দিয়ে রাখলেন তিনি।
জিম্বাবুয়ের মাটিতে এখন পর্যন্ত ১৩টি সিরিজ খেলেছে ভারত। এর মধ্যে জিম্বাবুয়ে জিততে পেরেছে দুটিতে, ড্র হয়েছে দুটি সিরিজ। বাকিগুলোতে জিতেছে ভারত। ২০০১ সালের পর জিম্বাবুয়ের মাটিতে কখনোই সিরিজ হারেনি ভারত।

এর মধ্যে ২০১৩, ২০১৫ এবং ২০১৬ সালে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশও করেছে ভারত। সফরকারীদের এমন দাপুটে পারফরম্যান্সের পরও নিজেদের আত্মবিশ্বাসে কমতি নেই কাইয়ার। দলের মানসিকতা পরিবর্তনে কোচ ডেভিড হাটনকেও কৃতিত্ব দেন তিনি।
কাইয়া বলেন, '২-১ ব্যবধানে জিম্বাবুয়ে জিতবে। ব্যক্তিগতভাবে আমি চাইব, সর্বোচ্চ রান সংগ্রাহক হতে এবং সেঞ্চুরি করতে। খুব সাধারণ পরিকল্পনা। আমি রান করতে চাই এবং সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাই। এটাই আমার লক্ষ্য।'
'যখন ডেভিড (হাটন) আসল, সে আমাদের বলেছে ইতিবাচক ক্রিকেট খেলতে। এটাই আমরা চেষ্টা করছি। আমরা শটস খেলতে আর ভয় পাচ্ছি না। এভাবেই সবকিছু বদলে গেছে। অনেক বড় কিছু আমরা পরিবর্তন করিনি।'
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগামী ১৮ আগস্ট প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। একই মাঠে পরের দুই ম্যাচ হবে ২০ ও ২২ আগস্ট। সিরিজ শুরুর আগে রাহুলের দলকে আগাম হুঙ্কার দিয়ে রেখেছিলেন কোচ হাটনও।