ইনজুরিতে আবারও মাঠের বাইরে মার্শ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার
১৩ মার্চ ২৫
গোড়ালির ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন মিচেল মার্শ। জিম্বাবুয়ে সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের। তার পরিবর্তে অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জস ইংলিস।
ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরি প্রবণ ক্রিকেটার মার্শ। প্রতি বছর মাঠের বাইরেই বেশি সময় কাটাতে হয় স্টাইলিশ এই অলরাউন্ডারকে। যদিও মার্শের এবারের ইনজুরি বেশি গুরুতর নয়।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্শের পুরোপুরি সার্ভিস পেতেই চলমান জিম্বাবুয়ে সিরিজ এবং পরবর্তী নিউজিল্যান্ড সিরিজে তাকে বিবেচনা করছে না দল। অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত সিরিজে দলে ফিরবেন মার্শ।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
মার্শের ইনজুরি প্রসঙ্গে সতীর্থ স্টিভ স্মিথ বলেন, 'এটা মার্শের জন্য আদর্শ নয়। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে সে দারুণ সময় কাটাচ্ছিল। অলরাউন্ডার হিসেবে সে আমাদের দলে বড় অংশই ছিল।'
'মার্শের জন্য ব্যাপারটা হতাশার। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সে আমাদের দলের অনেক বড় অংশ জুড়ে ছিল, আমি নিশ্চিত এই বছরও তাকে ঘিরে আমাদের বড় পরিকল্পনা আছে। সুতরাং আমাদের প্রাধান্য হচ্ছে তাকে সুস্থভাবে ফিরে পাওয়া।'
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে নিয়মিতই তিন নম্বরে ব্যাটিং করে থাকেন মার্শ। এছাড়া পেস বোলিংয়েও দলকে গুরুত্বপূর্ণ উইকেট এনে দেন এই অলরাউন্ডার।