promotional_ad

বিগ ব্যাশের জন্য আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন কলিন ডি গ্র্যান্ডহোম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ ঘন্টা আগে
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলার জন্য নিউজিল্যান্ডের জাতীয় দল থেকে অবসর নিয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম। ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডারের অবসরের খবর নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।


বিগ ব্যাশে কয়েক দিন আগেই ডাক পান ডি গ্র্যান্ডহোম। ড্রাফটে অ্যাডিলেড স্ট্রাইকার্স দলে ভিড়িয়েছিল এই অলরাউন্ডারকে। যদিও এনজেডসি'র চুক্তিতে থাকার কারণে বিগ ব্যাশে খেলার সম্ভাবনা কমই ছিল তার।


promotional_ad

কেননা এনজেডসি'র চুক্তিতে থাকা অবস্থায় সবকিছুর আগে ক্রিকেটারদের জাতীয় দল ও ঘরোয়া টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তুত থাকতে হয়। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বিগ ব্যাশ।


একই সময়ে পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাটিতে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা নিউজিল্যান্ডের। আবার জানুয়ারিতে অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সুপার স্ম্যাশ। এনজেডসি'র অধীনে থাকলে এই দুটো জায়গায় অবশ্যই খেলতে হতো ডি গ্র্যান্ডহোমকে।


এনজেডসি গ্র্যান্ডহোমের বিবৃতি দিয়ে বলেছে, ‘মানতে হবে আমি আগের মতো তরুণ নই। অনেক চোট থাকায় অনুশীলনও দিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে এবং আমার পরিবার বেড়ে উঠছে, ক্রিকেট ছাড়ার পর ভবিষ্যৎ কী হবে, সেটাও তো বুঝতে হবে। শেষ কিছু সপ্তাহে এসব বিষয়ে আমি অনেক চিন্তা করেছি। আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গর্বিত। আমি মনে করি, আমার এখনই বিদায় নেওয়ার সময়।’


ডি গ্র্যান্ড হোমের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেডও। ২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ডি গ্র্যান্ডহোম। এরপর নিউজিল্যান্ডের হয়ে ২৯টি টেস্ট, ৪৫টি ওয়ানডে ও ৪১টি টি-টোয়েন্টি খেলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball