প্রতিপক্ষ শ্রীলঙ্কা বলেই বাড়তি চাপে ছিলেন মুশফিক, ধারণা সাকিবের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কথা নেই’, মুশফিক প্রসঙ্গে জাকের
২৬ এপ্রিল ২৫
শ্রীলঙ্কার বিপক্ষে যেকোনো ফরম্যাটে বরাবরই অসাধারণ ব্যাটিং করে থাকেন মুশফিকুর রহিম। এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যখন শ্রীলঙ্কা, তখন মুশফিকের ওপর বাড়তি প্রত্যাশা ছিল সবার। অথচ ব্যাটিং ছাড়াও এই মাচে বাজে কিপিং করেছেন মুশফিক। সাকিব আল হাসানের মতে, প্রত্যাশার চাপেই নিজের সেরাটা দিতে পারেননি মুশফিক।
শ্রীলঙ্কার ইনিংসের দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিসকে ফেরানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। অথচ গুরুত্বপূর্ণ সময়ে তার ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হন মুশফিক। অফ স্টাম্পের বাইরে তাসকিনের লেংথ বলে কাট করেছিলেন মেন্ডিস।

তার ব্যাটের কানায় লেগে বল উইকেটের পেছনে গেলে ডাইভ দিয়ে ক্যাচ ধরার চেষ্টা করেন মুশফিক। বল নাগালে থাকলেও সেটি তার গ্লাভস থেকে ফসকে যায়। বল মাটিতে পড়ার আগে অবশ্য আরেকবার তা ধরার চেষ্টা করেন মুশফিক। যদিও ব্যর্থ হন আবারও। ব্যক্তিগত দুই রানে জীবন পান মেন্ডিস।
সাকিব-মিরাজের সঙ্গে পিএসএল খেলতে ফের পাকিস্তানে রিশাদ
৮ মিনিট আগে
পরে অবশ্য ২৯, ৩২ এবং ৪৪ রানেও বেঁচে যান মেন্ডিস। কখনো তাকে 'নো' বলে আউট করে বাংলাদেশ, কখনো তাকে আউট করেও রিভিউ নেয়নি সাকিবের দল। শেষ পর্যন্ত মেন্ডিস থামেন ৩৭ বলে ৬০ রান করে। ইনিংসে ছিল চারটি চার এবং তিনটি ছক্কার মার। অথচ ইনিংসের দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফিরতে পারতেন তিনি।
ম্যাচ শেষে সাকিব বলেন, 'আমার মনে হয় সে অনেক চাপে ছিল। সবাই বলাবলি করছিল- এটা তার গেম, তাকে ভালো খেলতে হবে, সে সবসময় শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলে। আমার মনে হয় এটা তাকে অনেক চাপে ফেলেছে। তবে মানুষের ভুল হতেই পারে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তার যে রেকর্ড, তাতে সে সবসময় শ্রীলঙ্কার জন্য হুমকি হয়ে থাকবে।'
এ দিন ব্যাট হাতেও ব্যর্থ হন মুশফিক। পাঁচ বলে চার রান করে চামিকা করুনারত্নের বলে ফিরে যান তিনি। বাংলাদেশ অবশ্য ২০ ওভারে সাত উইকেটে ১৮৩ রানের লড়াকু সংগ্রহ গড়ে। তবে বোলারদের ব্যর্থতায় দুই উইকেটে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে যায় তারা।