promotional_ad

‘গোপন সংকেত’ পাঠানোর ব্যাখ্যা দিলেন শ্রীলঙ্কা কোচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমাদের আরো শিখতে হবে’, সিরিজ হারের পর লিটন

২ ঘন্টা আগে
সিরিজ শুরুর আগে মোহাম্মদ ওয়াসিমের (বামে) সঙ্গে ফটোসেশনে লিটন দাস (ডানে), ফাইল ফটো

এশিয়া কাপের 'অঘোষিত' নক-আউটে বাংলাদেশের বিপক্ষে মাঠে 'গোপন সংকেত' পাঠিয়েছিলেন ক্রিস সিলভারউড। বাংলাদেশ দল ব্যাটিংয়ে থাকার সময় এমন সংকেত পাঠান শ্রীলঙ্কার কোচ। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা মাঠে থাকার পরও এভাবে সংকেত পাঠানো বিধিসম্মত কি না তা নিয়ে উ???েছে বিতর্ক। যদিও বিতর্ক ছড়িয়ে পড়ার আগেই এর ব্যাখ্যা দিয়েছেন সিলভারউড।


দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে সিলভারউড যখন 'গোপন সংকেত' পাঠান তখন তার সাথে ছিলেন শ্রীলঙ্কার অ্যানালিস্টও। ভিডিও ক্যামেরায় দেখা যায়, হার্ড বোর্ডের সাদা কাগজে বড় করে ‘২ডি’ এবং ‘ডি৫’ ছাপিয়ে (প্রিন্ট করে) সেটা মাঠের দিকে তাক করে রাখেন এই দুজন।


promotional_ad

কেবল শ্রীলঙ্কা দলই বলতে পারে এই ‘২ডি’ এবং ‘ডি৫’ এর অর্থ! তবে অধিনায়ক শানাকা মাঠে থাকার পরও বাইরে থেকে এমন 'গোপন সংকেত' পাঠানো ক্রিকেটের নিয়মকে প্রশ্নবিদ্ধ করেছে কিনা সেটা নিয়ে চলছে আলোচনা।


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

এর জবাবে ম্যাচ জয়ের পর সিলভারউড বলেন, ‘এটা মহাকাশ বিজ্ঞান নয়। ব্যাটসম্যান স্ট্রাইকে থাকতে সেই মুহূর্তে ঠিক কী করলে ভালো হয়, সেসব পরামর্শই দেওয়া হয়েছে। এখন অনেক দলই এসব করে। এটা স্রেফ অধিনায়ককে জানানো যে, এই কাজটা করা যায়। কীভাবে করতে হবে সেটা অধিনায়ককে বলা হচ্ছে না। দলের পক্ষ থেকে স্রেফ কিছু পরামর্শ, এই যা।’


মাঠে অবশ্য প্রায়ই 'গোপন সংকেত' পাঠিয়ে থাকেন সিলভারউড। ইংল্যান্ডের কোচ থাকার সময়ও তৎকালীন সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক ইয়ন মরগানকে প্রায়ই 'গোপন সংকেত' পাঠাতেন তিনি। কখনো সেটা টিভি ক্যামেরায় দেখা গেছে, কখনো যায়নি।


ক্রিকেটে অবশ্য এভাবে 'গোপন সংকেত' পাঠানো নতুন কিছু নয়। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই এমনটা করে থাকে কোনও দলের ম্যানেজমেন্ট। বিশেষ মুহূর্তে অধিনায়ক বা নির্দিষ্ট কোনও ক্রিকেটারকে বাইরে থেকে পরামর্শ দেয় কোনও দলের ম্যানেজমেন্ট।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball