promotional_ad

জিম্বাবুয়ে দেখিয়েছে আপনি যেকোনো দিনেই হারতে পারেন: ফিঞ্চ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস

১ ঘন্টা আগে
লম্বা সময় পর মাঠে ফিরলেন বেন স্টোকস, ফাইল ফটো

টাউন্সভিলেতে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার দুর্গে এটাই জিম্বাবুয়ের প্রথম জয়। এমন জয়ে উচ্ছ্বসিত জিম্বাবুয়ের অধিনায়ক রেগিস চাকাভা। আর হারের পর জিম্বাবুয়েকে কৃতিত্ব দিচ্ছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।


জিম্বাবুয়ে এ দিন শুরু থেকেই দলগতভাবে অসাধারণ বোলিং করতে থাকে। তবে শেষ দিকে আতঙ্ক ছড়ান রায়ান বার্ল। মাত্র তিন ওভার করে ১০ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। এ ছাড়া ব্র্যাড ইভান্স দুটি এবং রিচার্ড এনগারাভা, ভিক্টর এনাউচি ও শন উইলিয়ামস একটি করে উইকেট নেন।


promotional_ad

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া খেলতে পারে মোটে ৩১ ওভার। করে ১৪১ রান। কেবল ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ১৪টি চার এবং দুটি ছক্কায় ৯৬ বলে ৯৪ রান। এ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল গ্লেন ম্যাক্সওয়েল (১৯)।


ম্যাচ শেষে ফিঞ্চ বলেন, 'জিম্বাবুয়ে বল হাতে অসাধারণ ছিল। তারা আমাদের ভুগিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি কিছুই ফেলনা ভাবতে পারেন না। আপনি যেকোনো দিনেই হারতে পারেন, তারা আজ সেটা দেখিয়েছে। বল হাতে আমরাও চেষ্টা করেছি, তবে সেটা যথেষ্ট ছিল না।'


এই সিরিজে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচে তারা জিতলেও শেষ ম্যাচে তাদের হারিয়ে রীতিমতো হাওয়ায় ভাসছেন চাকাভা। তবে মেনে নিয়েছেন নিজেদের দুর্বলতাও। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সচেতন হতে বললেন তিনি।


ম্যাচে ৭২ বলে অপরাজিত ৩৭ রান করা চাকাভা বলেন, 'শেষ ম্যাচে আমরা যেভাবে শুরু করেছি সেটা সত্যিকার অর্থেই দারুণ। ছেলেরা অনেক লড়াই করেছে এবং অস্ট্রেলিয়াকে দেখিয়ে দিয়েছে আমরা কতোটা ভালো। তবে ফিটনেস নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা আরও অনেক অনুশীলন করব।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball