promotional_ad

বিশ্বকাপে আমরা এই মোমেন্টাম ধরে রাখতে চাই: রাজাপাকশে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

এশিয়া কাপে ফেভারিট হয়ে যাত্রা শুরু না করলেও শেষপর্যন্ত শিরোপা জিতেই আসর শেষ করেছে শ্রীলঙ্কা। দারুণ সব জয়ে ষষ্ঠ বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে তারা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও জয়ের ধারা বজায় রাখতে চান ফাইনালের নায়ক ভানুকা রাজাপাকশে।


আফগানিস্তানের বিপক্ষে হেরে এবারের এশিয়া কাপ মিশন শুরু করে শ্রীলঙ্কা। কিন্তু গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে উঠে তারা। সুপার ফোরে রীতিমতো অদম্য ক্রিকেট খেলে দাসুন শানাকার দল।


promotional_ad

প্রথম ম্যাচে আফগানিস্তান, দ্বিতীয় ম্যাচে ভারত ও তৃতীয় ম্যাচে পাকিস্তানকে হারায় তারা। তারপর ফাইনালেও পাকিস্তানকে হারায় শানাকাবাহিনী। অথচ এই দলটিকেই অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে খেলতে হবে!


সেই বিশ্বকাপেও এমন মোমেন্টাম ধরে রাখতে চান রাজাপাকশে, 'আমরা সবসময় দেখাতে চেয়েছি যে আমাদের ভেতর আগ্রাসন আছে এবং আমরা আবার এই মুহূর্তগুলোর জন্ম দিতে চেয়েছি। সামনে তাকিয়ে, বিশ্বকাপের আগেও আমরা এই মোমেন্টাম ধরে রাখতে চাই।'


'দেশে যে সঙ্কট চলছে, শ্রীলঙ্কানদের জন্য সময়টা এখন খুব কঠিন। তবে আশা করি, আমরা এখন দেশের মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পেরেছি। এই সাফল্য গোটা জাতির জন্য, এমন কিছুর জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিল তারা।'


এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মঞ্চে আগে ব্যাটিং করে ছয় উইকেটে ১৭০ রান করে শ্রীলঙ্কা। ৪৫ বলে অপরাজিত ৭১ রানের অনবদ্য এক ইনিংস খেলেন রাজাপাকশে। জবাবে পুরো ২০ ওভার ব্যাটিং করে ১৪৭ রানে অলআউট হয় পাকিস্তান। ম্যাচটি শ্রীলঙ্কা জিতে নেয় ২৩ রানে।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball