promotional_ad

দেশের হয়ে আরও ২ বছর টি-টোয়েন্টি খেলতে চান মাহমুদউল্লাহ!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মোহামেডানের নেতৃত্বে এবার মাহমুদউল্লাহ

১৬ এপ্রিল ২৫
মোহামেডানের হয়ে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, ক্রিকফ্রেঞ্জি

মাহমুদউল্লাহ রিয়াদকে মাঠ থেকে বিদায় দেয়ার চেষ্টা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু দেশের হয়ে আরও অন্তত দুই বছর টি-টোয়েন্টি খেলতে প্রতিজ্ঞাবদ্ধ মাহমুদউল্লাহ এখনই অবসরে যেতে রাজি হননি। জনপ্রিয় গণমাধ্যম ক্রিকবাজ প্রকাশ করেছে এমনই এক সংবাদ।


মাহমুদউল্লাহকে ছাড়াই গত বুধবার (১৪ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিবি। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারকে আগামী দিনের পরিকল্পনায় রাখতে নারাজ জাতীয় দলের টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরাম।


শ্রীরামের সঙ্গে একমত হয়েছেন গোটা টিম ম্যানেজমেন্টও। এ কারণে মাহমুদউল্লাহকে সঠিকভাবে বিদায় দেয়ার চেষ্টা করা হয়েছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পক্ষ থেকে। কেননা নিকট অতীতে টি-টোয়েন্টি থেকে ঠিকভাবে বিদায় নেননি আরও দুই সিনিয়র ক্রিকেটার।


promotional_ad

গত কয়েকমাসের মধ্যেই তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিদায় নিয়েছেন। এ কারণে মাহমুদউল্লাহকে বিদায় দিতে সর্বোচ্চ চেষ্টাটুকুই করেছে বিসিবি।


আরো পড়ুন

‘আমাদের আরো শিখতে হবে’, সিরিজ হারের পর লিটন

৫ ঘন্টা আগে
সিরিজ শুরুর আগে মোহাম্মদ ওয়াসিমের (বামে) সঙ্গে ফটোসেশনে লিটন দাস (ডানে), ফাইল ফটো

পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলে মাহমুদউল্লাহকে রেখে, এই সিরিজেই তাকে বিদায় জানাতে চেয়েছিল বিসিবি। কিন্তু এতে একেবারেই রাজি হননি লম্বা সময় ধরে একটানা অফ-ফর্মে থাকা মাহমুদউল্লাহ।


ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘মাহমুদউল্লাহ এই বিষয়ে রাজি হয়নি। সে এখনই বিদায় নিতে চায় না। সে জানিয়েছে যে সে আরও দুই বছরের মতো খেলতে চায়। জাতীয় দলে তার জায়গা ফিরে পেতে চায়।’


দল ঘোষণার আগের দিন মাঠ থেকে মাহমুদউল্লাহকে বিদায় দেয়ার ব্যাপারে পাপন বলেছিলেন, 'যদি তার (টি-টোয়েন্টি ক্রিকেট) অবসর নিতেই হয় বা তাকে স্কোয়াডে সুযোগ দিতে না পারি তাহলে অবশ্যই তাকে অন্তত এতটুকু সু্যোগ (মাঠ থেকে অবসর নেয়ার) দেয়া উচিত। এইটুকু সম্মান দেয়া উচিত। কারণ মাহমুদউল্লাহ রিয়াদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বহু ম্যাচ জিতিয়েছে আমাদের।'


১৫ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ১২১ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ২৩.৫৭ গড়ে বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়কের রান ২ হাজার ১২২। তবে মাহমুদউল্লাহ যে পজিশনে ব্যাটিং করেন সেখানে গড়ের চেয়ে স্ট্রাইক রেটটা বেশি গুরুত্বপূর্ণ। সেখানেও বিবর্ণ তিনি। ফিনিশার হিসেবে খেলা মাহমুদউল্লাহ রান তুলেছেন ১১৭.৩০ স্ট্রাইক রেটে।


বয়স যত বেড়েছে বড় শট খেলার প্রবণতা ততই কমেছে মাহমুদউল্লাহর। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের পর থেকে এখন পর্যন্ত ১৬ টি-টোয়েন্টিতে ১৮.৪ গড়ে ২৬১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। স্ট্রাইক রেট ১০১.৫৫। এই পরিসংখ্যান আধুনিক সময়ের কোনো ফিনিশারের নামের সঙ্গে বড্ড বেমানান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball