বিশ্বকাপের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা জিম্বাবুয়ের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস
১ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে জিম্বাবুয়ে। চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই দলকে নেতৃত্ব দেবেন।
তার অনুপস্থিতিতে এতদিন দলকে নেতৃত্ব দেয়া রেগিস চাকাভা অনুমিতভাবেই দলে আছেন। এ ছাড়াও সিকান্দার রাজা, শন উইলিয়ামস ও রায়ান বার্ল আছেন দলটিতে।

চোট কাটিয়ে ১৫ সদস্যের এই দলে ফিরেছেন টেন্ডাই চাতারা, মিল্টন শুম্বা ও ওয়েলিংটন মাসাকাদজাও। দলটির বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন ব্লেসিং মুজারাবানি। কিছুদিন আগে চোট কাটিয়ে দলে ফিরেছিলেন তিনিও।
আরব আমিরাতের বিপক্ষে বাড়তি একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ
১৯ মে ২৫
দল থেকে বাদ পড়েছেন ইনোসেন্ট কাইয়া, ভিক্টর নিয়াউচি, তাকুডজোয়ানাশে কাইতানো ও তাডিওয়ানাশে মারুমানি। কাইতানো ছাড়া এদের সবাইকেই রাখা হয়েছে স্ট্যান্ড বাই তালিকায়।
অস্ট্রেলিয়াতে অবশ্য মূল পর্ব খেলার আগে প্রথম পর্বে খেলতে হবে জিম্বাবুয়েকে। যেখানে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে একই গ্রুপে পড়েছে তারা। এদের বিপক্ষে মাঠে নামার আগে শ্রীলঙ্কা ও নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্র্যাডলি ইভান্স, লুক জঙ্গওয়ে, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদাজা, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।