promotional_ad

রাতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমাদের আরো শিখতে হবে’, সিরিজ হারের পর লিটন

৫ ঘন্টা আগে
সিরিজ শুরুর আগে মোহাম্মদ ওয়াসিমের (বামে) সঙ্গে ফটোসেশনে লিটন দাস (ডানে), ফাইল ফটো

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের আরেক দল পাকিস্তান। গুরুত্বপূর্ণ সিরিজটিতে অংশ নিতে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল।


রাত ১১.৫৫ মিনিটে নিউজিল্যান্ডের বিমান ধরার কথা টাইগারদের। আগামী ২ অক্টোবর সকালে সেখানে পৌঁছানোর কথা রয়েছে নুরুল হাসান সোহান- মেহেদী হাসান মিরাজদের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাওয়া সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেবেন ২ অক্টোবর।


তারপর একদিন বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। ৪ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন। এদিকে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না দুই স্ট্যান্ড বাই ক্রিকেটার শেখ মেহেদী এবং রিশাদ হোসেন। যদিও এই সফরে যাচ্ছেন সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম।


promotional_ad

বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে আগামী ৭ অক্টোবর শুরু হবে এই সিরিজটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮ টায়। তারপর এক দিন বিরতি দিয়ে ৯ অক্টোবর আবারও মাঠে নামবে বাংলাদেশ।


এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১২ টায়। এরপর দুই দিন বিরতির পর আবারও মাঠে নামবে বাংলাদেশ। ১২ অক্টোবরের ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ১২ টায়।


তারপরের দিন, অর্থাৎ ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে আবারও মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটিও শুরু হবে সকাল ৮ টায়। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এই তিনটি দেশের মধ্যে খেলা হবে।


অর্থাৎ সবগুলো দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। তারপর যে দুটি দল পয়েন্ট তালিকায় উপরে থাকবে, তারা ১৪ অক্টোবর ক্রাইস্টচার্চে অনুষ্ঠেয় ফাইনালে মোকাবেলা করবে। ফাইনালের মতো সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball