promotional_ad

বিশ্বকাপে প্রত্যাশা উঁচুতেই রাখছেন শানাকা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

গুজরাটে ফিলিপসের বদলি শ্রীলঙ্কার শানাকা

১৮ এপ্রিল ২৫
ফাইল ছবি

কদিন আগেই এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। এবার তাদের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দলের ক্রিকেটাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারলে সীমিত ওভারের এই বিশ্ব আসরেও ভালো করতে আশাবাদী লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।


আফগানিস্তানের বিপক্ষে হেরে এশিয়া কাপ শুরু করেছিল শ্রীলঙ্কা। এরপর বাংলাদেশকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় তারা। আর দ্বিতীয় রাউন্ডে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। আর ফাইনালে পাকিস্তানকে ধরাশায়ী করে শিরোপার স্বাদ নেয়।


promotional_ad

বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্য নিয়ে লঙ্কান দলপতি বলেছেন, 'আমাদের ছেলেরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারে, আমি মনে করে তাহলে আমরা অনেকদূর যাবো এই টুর্নামেন্টে।'


সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা সুপার টুয়েলভের বাধা পার হতে পারেনি। অবশ্য শানাকা মনে করেন শ্রীলঙ্কার অন্তত সেমিফাইনালে যাওয়ার মতো প্রতিভা ছিল। গত বিশ্বকাপে না হলেও এবার দল হিসেবে পারফর্ম করতে চায় লঙ্কানরা।


শানাকা বলেন, 'আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি সেদিন এবং আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা জিততে পারবো। অবশ্যই আমাদের আত্মবিশ্বাস উঁচুতে আছে (গত বিশ্বকাপের চেয়ে)। কিন্তু আমাদের চিন্তা হচ্ছে সবসময় নিজেদের প্রক্রিয়ার মধ্যে রাখা।'


'এমনকি সর্বশেষ বিশ্বকাপেও আমার মনে হয়েছিল অন্তত সেমিফাইনালে যাওয়ার মতো প্রতিভা আমাদের আছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো সামর্থ্য অনুযায়ী খেলা এবং নির্দিষ্ট দিনে পারফর্ম করা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball