promotional_ad

দলীয় পারফরম্যান্সে উজ্জীবিত হয়েই বিশ্বকাপে যেতে চান মিরাজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাকিব-মিরাজের সঙ্গে পিএসএল খেলতে ফের পাকিস্তানে রিশাদ

২ ঘন্টা আগে
সাকিব-মিরাজের সঙ্গে পিএসএল খেলতে পাকিস্তানে পৌঁছেছেন রিশাদ হোসেন, ফেসবুক থেকে নেয়া

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলার সুযোগ থাকায় দারুণ খুশি মেহেদী হাসান মিরাজ। এই সিরিজে বড় দুটি দলের বিপক্ষে দলীয়ভাবে ভালো পারফরম্যান্স করে উজ্জীবিত হতে চান বাংলাদেশ দলের এই 'মেক-শিফট' ওপেনার।


বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে আগামী ৭ অক্টোবর শুরু হবে 'বাংলাওয়াশ' নামক এই সিরিজটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮ টায়। শক্তির বিচারে বাংলাদেশ থেকে এগিয়ে থাকা পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামতে মানসিকভাবে প্রস্তুত মিরাজ।


বিসিবির ভিডিও বার্তায় এই অলরাউন্ডার বলেন, 'বিশ্বকাপের আগে এরকম একটা ত্রিদেশীয় সিরিজ আমাদের অনেক উজ্জীবিত করবে। যেহেতু পাকিস্তান.. ওরা বিশ্বকাপে ভালো খেলেছে। এশিয়া কাপেও ভালো খেলেছে। নিউজিল্যান্ডের মাটিতে আমরা খেলব। বড় দুটি দলের বিপক্ষে আমরা খেলব। আমাদের আত্মবিশ্বাস ভালো থাকবে।'


promotional_ad

'প্রতিটা ক্রিকেটারের প্রস্তুতি এখানে খুব গুরুত্বপূর্ণ। যার যার জায়গা থেকে পারফর্ম করতে হবে। বিশ্বকাপের আগে আমরা যদি এখানে ভালো পারফর্ম করতে পারি তাহলে বিশ্বকাপে গিয়ে আমরা আরও ভালো খেলতে পারব। ফলাফল আমাদের হাতে না। আমরা যেটা করতে পারি, তা হচ্ছে প্রক্রিয়া অনুসরণ করা। আমরা প্রত্যেকে ভালো খেলার চেষ্টা করতে পারি।'


আরো পড়ুন

‘আমাদের আরো শিখতে হবে’, সিরিজ হারের পর লিটন

৫ ঘন্টা আগে
সিরিজ শুরুর আগে মোহাম্মদ ওয়াসিমের (বামে) সঙ্গে ফটোসেশনে লিটন দাস (ডানে), ফাইল ফটো

এদিকে ভিসা জটিলতা কাটিয়ে শেষমুহূর্তে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। অধিনায়ককে কাছে পেয়ে বরাবরের মতোই রোমাঞ্চিত মিরাজ।


তিনি বলেন, 'সাকিব ভাই আমাদের সঙ্গে যোগ দিয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় সুবিধা। তাকে ছাড়া আমরা আরব আমিরাতে খেলেছি। এখন আমাদের দল পরিপূর্ণ। আমরা সবাই একসাথে অনুশীলন করে মাঠে নামতে পারব।'


প্রথম ম্যাচের পর এক দিন বিরতি দিয়ে ৯ অক্টোবর আবারও মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটি শুরু হবে দুপুর ১২ টায়। এরপর দুই দিন বিরতির পর আবারও মাঠে নামবে বাংলাদেশ। ১২ অক্টোবরের ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ১২ টায়।


তারপরের দিন, অর্থাৎ ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে আবারও মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটিও শুরু হবে সকাল ৮ টায়। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এই তিনটি দেশের মধ্যে খেলা হবে।


অর্থাৎ সবগুলো দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। তারপর যে দুটি দল পয়েন্ট তালিকায় উপরে থাকবে, তারা ১৪ অক্টোবর ক্রাইস্টচার্চে অনুষ্ঠেয় ফাইনালে মোকাবেলা করবে। ফাইনালের মতো সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball